রাফায় প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাংক; আরও ৭ মাস গাজা যুদ্ধ চলার সম্ভাবনার কথা জানাল ইসরায়েল
বুধবার (২৯ মে) গাজার রাফায় ইসরায়েলি ট্যাংক প্রবেশ করেছে। ইসরায়েল পূর্বাভাস দিয়েছে, গাজাযুদ্ধ এ বছরও চলমান থাকবে।
ওয়াশিংটন জানিয়েছে, ইসরায়েলের রাফাহ অভিযানে এমন গুরুতর স্থল-আক্রমণ চালানো হয়নি যার ফলে ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসবে।
রাফাহয় আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। কিন্তু তা-তে কর্ণপাত করেনি দেশটি, মঙ্গলবার প্রথমবারের মতো রাফাহর কেন্দ্রস্থলে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক প্রবেশ করেছে।
গাজা উপত্যকার বিভিন্নস্থানে ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে রাফাহয় আশ্রয় নিয়েছেন অসংখ্যা ফিলিস্তিনি।
৭ অক্টোবর হামাসের জিম্মি করা ইসরায়েলি জিম্মিদেরও তাৎক্ষণিক এবং নিঃশ্বর্তভাবে মুক্তি দিতে হামাসকে নির্দেশ দিয়েছে দ্য ওয়ার্ল্ড কোর্ট।
রাফাহর বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংক রাফাহর ভেতরে প্রবেশ করার পর পিছু হটে মিশরের সীমান্তের কাছে একটি বাফার অঞ্চলে অবস্থান নেয়। গাজার অন্য শহরের ক্ষেত্রে ইসরায়েলিরা সবসময় নিজেদের অবস্থান ধরে রেখেছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গাজায় ইসরায়েলের বোমা হামলা ও গোলাবর্ষণে ১৯ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হামাসের সদস্যরা বেসামরিক নাগরিকদের মধ্যে গা ঢাকা দিয়ে আছেন। হামাস তা অস্বীকার করেছে।
ত্রাণ পৌঁছানোর জন্য রাফা ক্রসিং খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে ওয়াশিংটনের কাছে আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আবু রামান। তিনি বলেন, চিকিৎসার অভাবে অবরুদ্ধ গাজায় অনেক রোগী মারা যাচ্ছেন।
মিশরীয় সীমান্তের নিকটবর্তী বাফার জোনের তিন-চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি বলেছেন, হামাস যেন অস্ত্র চোরাচালান করতে না পারে, তাই বাফার জোনের পুরোটা নিয়ন্ত্রণে নিতে চায় ইসরায়েলে।
এ বছরের পুরোটা সময় গাজায় লড়াই চলমান থাকবে বলে জানিয়ে তিনি ইঙ্গিত দেন, জিম্মি বদলের চুক্তির অংশ হিসেবে হামাসের দাবি অনুযায়ী ইসরায়েল এখনো যুদ্ধ শেষ করার পর্যায়ে পৌঁছেনি।
'রাফাহর যুদ্ধ কোনো নিরর্থক লড়াই নয়,' মন্তব্য করে হানেগবি বলেন, [ইসরায়েলের] লক্ষ্য হচ্ছে গাজায় হামাসের শাসনের সমাপ্তি টানা এবং এটি ও এর মিত্রদের ইসরায়েলের ওপর আক্রমণ থামানো।
মঙ্গলবার ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র রাফাহয় ইসরায়েলের বড় মাত্রার স্থল-অভিযানের পুনরায় বিরোধিতা করে বলেছে, ওয়াশিংটন বিশ্বাস করে না এমন কোনো অভিযান বর্তমানে চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের গাজায় আক্রমণে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস আক্রমণ চালিয়ে অন্তত এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫০ জনকে বন্দি করে বলে জানিয়েছে ইসরায়েলে।
এরপর থেকেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী।