রুবলে মাসে ৩ মিলিয়ন ব্যারেল রুশ তেল কিনবে ভারতের রিলায়েন্স
রাশিয়ার জ্বালানি কোম্পানি রফনেফটের সঙ্গে চুক্তি করেছে মুকেশ আম্বানির পরিশোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এক বছরের এ চুক্তির আওতায় রুশ কোম্পানিটির কাছ থেকে মাসে অন্তত ৩ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল কিনবে বিশ্বের বৃহত্তম এই তেল পরিশোধনাগার কমপ্লেক্স।
বিষয়টি সম্পর্কে জ্ঞাত সূত্র রয়টার্সকে জানিয়েছে, এ তেলের মূল্য পরিশোধ করা হবে রাশিয়ার মুদ্রা রুবলে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প খোঁজার তাগিদ দিয়ে আসছেন মস্কোর ব্যবসায়িক অংশীদারদের। তার অংশ হিসেবে রুবলে তেল কেনাবেচার এই চুক্তি হলো।
তেল উৎপাদনকারী দেশগুলোর গ্রুপ ওপেক প্লাস তেলের সরবরাহ কমাতে পারে। এই সময়েই রসনেফটের কাছ থেকে ছাড়মূল্যে তেল পাচ্ছে রিলায়েন্স।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দুনিয়া একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর। পাশাপাশি বন্ধ করে দিয়েছে রাশিয়ার তেল কেনা। এর পর থেকেই বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ব্যবহারকারী ভারতই হয়ে উঠেছে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা।
রিলায়েন্সের সঙ্গে রসনেফটের চুক্তি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
তেলের মূল্য ভারতের এইডিএফসি ব্যাংক ও রাশিয়ার গাজপ্রমব্যাংকের মাধ্যমে রুবলে তেলের মূল্য পরিশোধে রাজি হয়েছে রিলায়েন্স।
এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও এইডিএফসি ব্যাংক ও গাজপ্রমব্যাংক তাতে সাড়া দেয়নি।