মোদির হ্যাটট্রিক, ‘নেহেরু ক্লাবে’ যোগ দিচ্ছেন!
টানা তৃতীয়বারের মতো বড় ব্যবধানে ভারতের লোকসভা নির্বাচনে জিততে চলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল– ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনটাই উঠে এসেছে বেশকিছু বুথফেরত জরিপগুলোর ফলাফলে। মোদি এক দশক ধরে আছেন ভারতের প্রধানমন্ত্রী পদে। ভোটযুদ্ধে আবারো জয় বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতির ওপর তাঁর এক দশকের প্রভাবকে আরো বিস্তৃত করবে।
আজ শনিবার (১ জুন) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। গত ১৬ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আর ভোটগ্রহণ শুরু হয় ১৯ এপ্রিল। মোট সাত দফায় ভোট দেন ভারতীয়রা।
ভারতের ৫৪৩ আসনসংখ্যার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসন দরকার। এপর্যন্ত যেসব বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ হয়েছে, সেগুলো বলছে, এবারের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এর চেয়ে বেশি আসনে জিততে চলেছে।
আজ রাতে আরো কিছু বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা হবে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামী মঙ্গলবার (৪ জুন)।
ভারতের বুথফেরত জরিপগুলোর ফলাফল সব ক্ষেত্রে নির্ভরযোগ্য নাহলেও– তারা গত তিনটি নির্বাচনের সার্বিক ফলাফল সম্পর্কে সঠিক পূর্বাভাসই দিয়েছে। খুব সম্ভবত এবারেও তার ব্যতিক্রম হবে না। কারণ বিজেপি বড় ব্যবধানে জিতবে এমনটা প্রাক-নির্বাচন জরিপগুলোতেও উঠে এসেছিল।
মোদির জয় ভারতের পুঁজিবাজারকে চাঙ্গা করবে। এর আগে বিজেপি যে পরিমাণ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের লক্ষ্য নিয়েছে– সে তুলনায় আসন সংখ্যা কম হতে পারে, আর তাহলে সরকার আর্থিকখাতের পরিকল্পিত বড় সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবে না– – ভারতের পুঁজিবাজারে এমন আশঙ্কা দেখা দেয়।
ভারতের এবারের লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটির বেশি নিবন্ধিত ভোটার ছিলেন, যা বিশ্বে সর্বোচ্চ। টানা ছয় সপ্তাহ ধরে চলে নির্বাচনের মহাযজ্ঞ। ভোটগ্রহণ শেষ হওয়ার পরে জানানো শুরু হয়েছে বুথফেরত জরিপগুলোর ফলাফল। এগুলো যদি সঠিক পূর্বাভাসই দেয়, তাহলে দেখা যাচ্ছে, ভারতে ব্যাপক জনপ্রিয় রাজনীতিবিদ মোদির ব্যক্তিগত ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বিজেপি যে প্রচার কৌশল নিয়েছিল– তাই-ই বাজিমাত করেছে।
নির্বাচন উপলক্ষে দেশব্যাপী সফর করেন মোদি। তাঁর পথসভা ও জনসভাগুলোয় হয় বিপুল জনসমাগম। এমনকী দলীয় ইশতেহারকেও "মোদির গ্যারান্টি" নাম দেয় বিজেপি।
ভারত স্বাধীনতা লাভের পরে ১৭ বছর ধরে দেশ শাসন করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনিই একমাত্র সরকার-প্রধান যিনি টানা তিন মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। এবার মোদিও গড়তে পারেন একই রেকর্ড। যা তাঁর জন্য নতুন ইতিহাস তৈরি করবে।
মোদির জয়ে ভারতের বিরোধী দলগুলোর জন্য আরো দুর্গতির বার্তা দিচ্ছে। সবচেয়ে সমস্যায় থাকবে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। বিরোধী 'ইন্ডিয়া' জোটে কংগ্রেসই হলো বৃহত্তম দল। টানা তিনবার লোকসভার ভোটে বিজেপিকে হারাতে ব্যর্থ হওয়ার অর্থ দাঁড়াবে– দলটিকে এবার তাঁদের নেতৃত্ব বা আদর্শিক অবস্থানে আমূল পরিবর্তন আনতে হতে পারে।
অনুবাদ: নূর মাজিদ