ট্রাম্প টিকটক নিষিদ্ধ করতে চেয়েছিলেন, এখন নিজেই টিকটকে যোগ দিলেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকে যোগ দিয়ে তার প্রথম ভিডিও পোস্ট করেছেন। অথচ অত্যন্ত জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া অ্যাপটি তিনি প্রেসিডেন্ট থাকাকালীন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।
তিনি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে শনিবার (১ জুন) রাতে টিকটকে একটি ১৩ সেকেন্ডের ক্লিপ পোস্ট করেছেন। এতে তাকে নীল স্যুট এবং লাল টাই পরে নিউ জার্সি রাজ্যের নিউয়ার্ক-এর একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দর্শক হিসেবে দেখা গেছে।
ক্লিপটিতে দেখা গেছে, ইউএফসি সিইও ডানা হোয়াইট ক্যামেরার দিকে ঝুঁকে ট্রাম্পকে পরিচয় করিয়ে দেওয়াটা নিজের জন্য সম্মানজনক বলছেন। ট্রাম্প ইউএফসি অঙ্গনের লোকেদের শুভেচ্ছা জানিয়ে ক্লিপটি শেষ করেন।
রোববার (২ জুন) বিকেলের মধ্যেই ট্রাম্পের টিকটক অ্যাকাউন্ট '@realDonaldTrump' এ দুই মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে।
টিকটকের চীনা মালিক বাইটড্যান্স এক বছরের মধ্যে ক্রেতা খুঁজে পেতে ব্যর্থ হলে অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার মর্মে এপ্রিলে একটি বিলে স্বাক্ষর করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। চীন সরকার টিকটক ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, এমন অভিযোগ এনে মার্কিন কর্মকর্তারা উদ্বেগ দেখিয়েছিলেন।
জো বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইনের জন্যও এ বছর টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে যাতে ইতোমধ্যেই ১৭০ মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে।
ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কীভাবে এটি বাক স্বাধীনতাকে প্রভাবিত করবে না— ফেডারেল বিচারক এমন প্রশ্ন তোলার পর সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়নি।
মে মাসের শুরুতে টিকটক এবং বাইটডাইন্স অ্যাপটিকে নিষিদ্ধ করার আইনের বিরুদ্ধে একটি আইনি চ্যালেঞ্জ দায়ের করেছে।
বাইটড্যান্স জানিয়েছে, টিকটক বিক্রি করার কোনো পরিকল্পনা নেই বলেই এমনটি করা হয়েছে। নিষেধাজ্ঞা এড়ানোর একমাত্র বিকল্প হিসেবেই মার্কিন সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে হয়েছে।