ভারতে লোকসভা নির্বাচন: এক দশক পর গুজরাটের কোনো আসনে জয় পেল কংগ্রেস
২০১৪ ও ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে সবগুলো আসনেই হেরেছিল কংগ্রেস। তবে এবারের নির্বাচনে গুজরাটের বনসকাঁথা লোকসভা আসনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী রেখা চৌধুরীকে পরাজিত করেছেন কংগ্রেসের প্রার্থী জেনিবেন ঠাকুর।
এর মধ্য দিয়ে ২০০৯ সালের পর রাজ্যটির কোনো আসনে জয় পেল কংগ্রেস। তবে এবারও ধারণা করা হয়েছিল যে বিজেপি তৃতীয়বারের মতো রাজ্যটির ২৬ আসনের সবগুলোতেই জিততে চলেছে।
বনসকাঁথা আসনে বিজেপির অবস্থান বেশ শক্তপোক্তই বলা চলে। ২০১৯ সালের নির্বাচনে দলটির প্রার্থী পর্বতভাই প্যাটেল ওই আসনে কংগ্রেসের পার্থী ভাটোলকে তিন লাখ ৬৮ হাজার ভোটে পরাজিত করেছিলেন। ২০১৪ সালেও আসনটিতে জয় পেয়েছিল বিজেপি।
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে একটি আসনেও জেতেনি কংগ্রেসের প্রার্থীরা। ২০০৯ সালের নির্বাচনে ২৬ আসনের মধ্যে সেবার ১১ আসনে কংগ্রেস ও ১৪ আসনে জয় পেয়েছিল বিজেপি।