মাত্র ০.৭% ভোট কমেছে, তাতেই বিজেপির লোকসভা আসন কমল ৬৩!
মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠনের দোরগোড়ায় থাকলেও এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২০১৯ সালের তুলনায় এবারের নির্বাচনে অনেকটাই খারাপ হয়েছে বিজেপির ফলাফল।
কিন্তু ভারত জুড়ে বিজেপির ভোটের হার সামান্য কমলেও তাতে বিজেপির লোকসভার আসন সংখ্যা অনেকটাই কমেছে।
গতকাল (৪ জুন) থেকে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা শুরু হয়। এবারের নির্বাচনে বিজেপি লোকসভায় মোট ২৪০ আসন পেয়েছে। অথচ ২০১৯ সালের নির্বাচনে বিজেপির মোট আসন সংখ্যা ছিল ৩০৩। কিন্তু পুরো ভারতের ভোটের হার হিসাব করা হলে বিজেপি ২০১৯ সালের তুলনায় এবার মাত্র ০.৭ শতাংশ কম ভোট পেয়েছে।
২০১৯ সালে বিজেপি মোট ৩৭.৩ শতাংশ ভোট পেয়েছিল। এবারের নির্বাচনে বিজেপি পেয়েছে ৩৬.৬ শতাংশ ভোট। মাত্র ০.৭ শতাংশের ব্যবধানেই প্রত্যাশিত '৪০০ পার' তো দূরের কথা, সরকার গঠনে লোকসভার ২৭২ আসনের জন্য শরিকদের ওপর বিশেষভাবে নির্ভরশীল হতে হচ্ছে নরেন্দ্র মোদীকে।
এদিকে কংগ্রেস ২০১৯ সালে পেয়েছিল ১৯.৫ শতাংশ ভোট। আর ২০২৪ সালে সেই ভোটের হার ১.৭ শতাংশ বেড়ে হয়েছে ২১.২ শতাংশ। ২০১৯ সালের ৫২ আসনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৯৯ আসন পেয়েছে।
বিজেপির থেকে অনেক পিছিয়ে থাকলেও এই ফল কংগ্রেসকে নতুন করে আশা জুগিয়েছে। এমনকি সরকার গঠনের একটি ক্ষীণ সম্ভাবনাও আছে তাদের সামনে।
কিন্তু বিজেপির এ ০.৭ শতাংশ ভোট কমার কারণে কীভাবে আসন সংখ্যায় এত বড় পার্থক্য হলো? বিজেপি গুজরাট, মধ্যপ্রদেশের মতো যে সব রাজ্যে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে সেখানে তাদের ভোট শতাংশে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।
এদিকে উত্তরপ্রদেশের মতো রাজ্যে তাদের ভোটের হার কমেছে ৮ শতাংশ। এ রাজ্যে গতবারের তুলনায় ২৯ আসন কম পেয়েছে। এদিকে দক্ষিণের বেশ কিছু রাজ্যে বিজেপির ভোটের হার বাড়লেও সেই তুলনায় আসন সংখ্যা বাড়াতে পারেনি বিজেপি।
এদিকে শুধু উত্তরপ্রদেশ নয়, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যে বিজেপির ভোটের হার অনেকটাই কমেছে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায়। এই রাজ্যগুলোতে তাদের আসন সংখ্যাও কমেছে।
ওড়িশা, তেলঙ্গনার মতো রাজ্যে তারা আগেরবারের তুলনায় আরও ভালো ফল করেছে। এমনকি কেরালা ও অন্ধ্রপ্রদেশেও এবার আসন পেয়েছে বিজেপি। তবে সেখানে আসন সংখ্যা প্রতাশিতভাবে বাড়াতে পারেনি বিজেপি।
এবার সার্বিক ভাবে দক্ষিণে বিজেপির ভোটের হার বেড়েছে। তামিলনাড়ুতে একটি আসন না পেলেও গতবারের তুলনায় ৮ শতাংশ বেড়েছে বিজেপির ভোটের হার। সব মিলিয়ে বিজেপির ভোট শতাংশ গতবারের কাছাকাছি পৌঁছালেও গতবারের থেকে আসন সংখ্যা অনেক কমেছে।