একদিনেই শেয়ারবাজারে ৪৫ বিলিয়ন ডলার হারাল আদানি গ্রুপ
ভারতের লোকসভা নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না, এমন ইঙ্গিতের পর ভারতের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। দেশটির শেয়ারবাজার মার্কেট ভ্যালু হিসেবে ৩৮৬ বিলিয়ন ডলার হারিয়েছে।
শেয়ারবাজারের বড় রকমের পতনের মধ্যেই মঙ্গলবার (৪ জুন) আদানি গ্রুপ ৪৫ বিলিয়ন ডলার হারিয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেও শেয়ার বাজারে একদিনে এত বড় ধসের মুখোমুখি হয়নি আদানি গ্রুপ। অথচ অল্প কিছুদিন আগেই মুকেশ আম্বানিকে টপকে আবারো এশিয়ার সর্বোচ্চ ধনীর আসনটি নিজের করে নিয়েছিলে গৌতম আদানি।
মঙ্গলবার আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ১৮.৫৩ শতাংশ কমে গিয়ে ৯১২ টাকায় পৌঁছায়। এর আগে গতকাল বাজারের লেনদেন শেষ হওয়ার সময় আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ছিল ১১১৯.৮৫ টাকা। এদিকে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার দরে প্রায় ১৯.৪৩ শতাংশ ধস নামে। ফলে শেয়ারের দাম কমে গিয়ে ১৬৪১.৯৫ টাকা দাঁড়িয়েছে।
আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় ১৯.০৭ শতাংশ কমে শেয়ার দর গিয়ে ঠেকেছে ২৯৫০ টাকায়। এদিকে আদানি পোর্টেরও শেয়ার দর ১২৪৫ টাকায় ঠেকেছে।
এদিকে গতকাল আদানি এনার্জি সলিউশনস এবং আদানি পাওয়ারের শেয়ারের দাম যথাক্রমে ২০ শতাংশ এবং ১৭.৫৫ শতাংশ পড়ে যায়। এদিকে আদানির মালিকানাধীন এনডিটিভির শেয়ারের দাম ১৯.২৫ শতাংশ কমেছে। আদানি উইলমার এবং অম্বুজা সিমেন্টের শেয়ারের দাম যথাক্রমে ৯.৯৯ এবং ১৬.১০ শতাংশ এবং এসিসি সিমেন্টের দাম ১৫.০১ শতাংশ কমেছে।
এর আগে ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পরে সোমবার (৩ জুন) প্রথমবার শেয়ার বাজারে লেনদেন হয়। সোমবার আদানি গ্রুপের শেয়ারের দাম ১৬ শতাংশ বেড়েছিল। অথচ একদিনের ব্যবধানেই শেয়ারবাজারে বড় ক্ষতি দেখলো আদানি গ্রুপ।