চড় খাওয়ার পর কঙ্গনার ২০২০ সালের সেই বিতর্কিত পোস্ট আবার আলোচনায়
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত। সেটিকেও ছাপিয়ে সম্প্রতি বিমানবন্দরে বলিউড এই অভিনেত্রীর চড় খাওয়ার ইস্যু নিয়ে চলছে আলোচনা।
গত বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) নারী কনস্টেবল কুলবিন্দর কৌর কঙ্গনাকে চড় মারেন। কারণ হিসেবে বলিউড তারকা 'কৃষকদের অসম্মান' করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এরপরেই ২০২০ সালের কঙ্গনার করা বিতর্কিত টুইটার (বর্তমান এক্স) পোস্টটি আবার নতুন করে সামনে এসেছে। মূলত তৎকালীন সময়ে চলমান কৃষক বিক্ষোভের সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা।
ঐ সময়টিতে নতুন কৃষি আইনের বিরুদ্ধে ভারতীয় কৃষকেরা ব্যাপক বিক্ষোভ করছিলেন। তারা দিল্লি অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন। অবস্থা বেগতিক দেখে ২০২১ সালে বিতর্কিত কৃষি আইন বাতিল করে দেশটির সরকার।
কৃষক বিক্ষোভ চলাকালে কঙ্গনা টুইটার (বর্তমান নাম এক্স) পোস্টে কৃষক বিক্ষোভে অংশ নেওয়া এক বয়স্ক নারীকে দিল্লির শাহিনবাগ আন্দোলনের সুপরিচিত মুখ বিলকিস বানো হিসেবে চিহ্নিত করেছিলেন। যা ছিল পুরোপুরি ভুল তথ্য। একই পোস্টে কঙ্গনা দাবি করেছিলেন, ১০০ রুপির বিনিময়ে এই নারী (বিলকিস) বিক্ষোভে বসেছেন।
চড় মারার ঘটনার পরের একটি ভিডিওতে কুলবিন্দরকে ২০২০ সালের কৃষক বিক্ষোভের সময়কার কঙ্গনার এই বিতর্কিত মন্তব্যের বিষয়ে তীব্র আপত্তি জানাতে শোনা যায়। তিনি বলেন, "সে সময় কঙ্গনা বলেছিলেন, কৃষকেরা অর্থের বিনিময়ে দিল্লিতে বিক্ষোভ করছেন। বিক্ষোভ করার জন্য তাদের ১০০ বা ২০০ রুপি করে দেওয়া হয়েছে।" এক্ষেত্রে বিক্ষোভকারীদের মধ্যে তার (কুলবিন্দর) মা-ও ছিলেন।
ভুল তথ্য দিয়ে টুইট করায় কঙ্গনা তখন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এমনকি তাকে বেশ কয়েকটি আইনি নোটিশ দেওয়া হয়েছিল। এরপরেই পোস্টটি মুছে ফেলেছিলেন তিনি।