টানা তৃতীয়বার ক্ষমতায়, আজ মোদির সঙ্গে শপথ নেবেন ৩০ মন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদি হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
সূত্রের খবর অনুযায়ী, মোদির সাথে আজকে আরও প্রায় ৩০ জন মন্ত্রী শপথ নিতে পারেন আর বাকি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে। এবার পূর্ণ মন্ত্রিপরিষদের সংখ্যা ৭৮ থেকে ৮১-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়গুলোর নিয়ন্ত্রণ বিজেপির হাতেই থাকবে। প্রধানমন্ত্রী মোদির পর তারা শপথ নেবেন। এছাড়া স্টিল, কয়লা ও বেসামরিক বিমান চলাচলের দায়িত্ব পাওয়া মন্ত্রীরাও আজ শপথ নিতে পারেন।
জানা গিয়েছে, বিজেপির ডিকে অরুণা, ডি অরবিন্দ, বাসবরাজ বোম্মাই, শিবরাজ সিং চৌহান, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, নীতিন গড়করি, সুরেশ গোপী, পীযূষ গোয়েল, প্রতাপরাও যাদব, সঞ্জয় জয়সওয়াল, প্রহ্লাদ জোশী, গোবিন্দ কারজল, পিসি মোহন, বিজুলি কলিতা মেধি, ধর্মেন্দ্র প্রধান, জিতিন প্রসাদকে মন্ত্রী করা হবে এই দফায়।
আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যে মন্ত্রীরা আজ শপথ নেবেন, তাদের আজ সকালেই সরকারের পক্ষ থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে।
গত ১০ বছরে প্রথমবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটের সাথে সরকার গঠন করছে। বিশেষ করে, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড একাধিক মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে এবং অন্যান্য দলগুলোও তদবির শুরু করেছে।
রিপোর্টে দাবি করা হচ্ছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপির রাম মোহন নাইডু, হরিষ বালাযোগী, দগ্গুমালা প্রসাদরা মোদী ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন। এছাড়া চন্দ্রশেখর পেমমাসানি প্রতিমন্ত্রী হতে পারেন। এদিকে নীতীশ কুমারের দলের লালন সিং এবং রাম ঠাকুর এবারে মোদি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।
বিজেপি এবং মোদি মন্ত্রীসভার সংখ্যা কমানোর পরিকল্পনা করেছিলেন, তবে সূত্র বলছে যে মোদির নেতৃত্বাধীন তৃতীয় মন্ত্রিসভায় মন্ত্রিসভার মাত্র কয়েকজন সদস্য একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।
আগামীকাল বিজেপির এনডিএ শরিক দলের অন্যান্য নেতারা শপথ নেবেন, কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলেও আশা করা হচ্ছে। সূত্রের খবর, টিডিপি চারটি এবং জেডিইউ দু'টি মন্ত্রী পদ পাবে, তবে সকলেই আগামীকাল শপথ নেবেন কিনা তা স্পষ্ট নয়।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদিই ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হবেন। জওহরলাল নেহরু ১৯৫২, ১৯৫৭ এবং ১৯৬২ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং সিশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফসহ বেশ কয়েকজন বিদেশি নেতা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠান উপলক্ষ্যে রাজধানী নয়াদিল্লীতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি ভবনের আশপাশের রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে।
মঙ্গলবার দেশটির ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট 'ইনডিয়া' পেয়েছে ২৩৩টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা ১৮টি।
এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, ৫৪৫ আসনের (দু'টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। বিজেপি একক ভাবে জিতেছে ২৪০টি আসন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন