ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন: ডানপন্থীদের উত্থান, মাখোঁর আগাম নির্বাচনের ঘোষণা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭২০ আসনের নির্বাচনে মধ্যপন্থী, উদার ও সমাজতান্ত্রিক দলগুলো মিলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও বড় উত্থান হয়েছে ডানপন্থীদের। বিশেষ করে ফ্রান্স ও জার্মানিতে বড় ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছে কট্টর ডানপন্থী দলগুলো।
বুথফেরত জরিপ অনুযায়ী, মধ্য-ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি ইউরোপীয় পার্লামেন্টে আরও নিয়ন্ত্রণ অর্জন করেছে। ফ্রান্স ও জার্মানিতে কট্টর ডানপন্থি রাজনৈতিক দলগুলো বুথফেরত জরিপে এগিয়ে থাকলেও আশানুরূপ ফলাফল পায়নি মধ্যপন্থী, উদারপন্থী, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো।
২৭টি দেশের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, ইউরোপীয় কমিশনের বর্তমান প্রধান উরসুলা ভন ডার লেনের মধ্য-ডানপন্থি দল ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) ইইউ পার্লামেন্টের ৭২০টি আসনের মধ্যে ১৯১টি আসনে জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা মধ্য-বামপন্থি সোস্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটরা (এস অ্যান্ড ডি) ১৩৫টি আসন পেয়েছে। তৃতীয় স্থানে থাকা উদারপন্থি রিনিউ গ্রপ ৮৩টি আসন পেয়েছে।
ফ্রান্সে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি দল প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দলের তুলনায় প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে। বুথফেরত জরিপে মাখোঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। পরাজয় মেনে নিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন মাখোঁ। ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।
নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি ৩২ শতাংশ ভোট পেতে যাচ্ছে যেখানে মাখোঁর রেনেসাঁ পার্টি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট, যা ন্যাশনাল র্যালির অর্ধেকেরও কম।
জার্মানিতে বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজ এর সোশ্যাল ডেমোক্র্যাট দল মূলধারার রক্ষণশীল ও কট্টর-ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) থেকে ভোটে পিছিয়ে আছে।
তবে এবারের নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির ফ্রাটেলি ডে ইটালিয়ার দলের ফলাফল সন্তোষজনক ছিল।
ইউরোপীয় পার্লামেন্টের ২১টি সদস্য দেশের ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার (৯ জুন)। ৬-৯ জুনের মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর।
রোববার বুথফেরত জরিপের ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, সার্বিকভাবে ইউরোপের ডানপন্থী দলগুলো এ নির্বাচনে ভালো করেছে। তবে ইউরোপের কিছু দেশে মধ্যপন্থী, উদারপন্থী ও গ্রিন পার্টিগুলো ভালো ফলাফল করেছে বলে বুথফেরত জরিপে দেখা গেছে।
পোল্যান্ডের মধ্যপন্থী নেতা ডোনাল্ড টাস্ক এর দল নির্বাচনে ভালো করেছে। ইতোমধ্যেই সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কে বামপন্থীরা এবং গ্রিন পার্টি ভালো ফলাফল করেছে।
পর্তুগালের বিরোধী সোশ্যালিস্ট পার্টি (পিএস) ইউরোপীয় নির্বাচনে ৩২ শতাংশ ভোট এবং আটটি আসন নিয়ে বিজয় অর্জন করেছে, যেখানে বর্তমানে জাতীয় ক্ষমতায় থাকা মধ্য-ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স ৩১ শতাংশ ভোট ও সাতটি আসন পেয়েছে।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি ৫১ শতাংশ ছিল বলে অনুমান করা যা ২০১৯ সালের তুলনায় সামান্য বেশি। প্রায় ৩৬০ মিলিয়ন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়