দিল্লিতে তাপদাহে বিদ্যুৎ চাহিদা রেকর্ড সাড়ে ৮ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
দীর্ঘমেয়াদি তাপদাহের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলতি সপ্তাহে বিদ্যুৎ চাহিদা রেকর্ড ৮ হাজার ৬৪৭ মেগাওয়াটে পৌঁছেছে। খবর বিবিসির
গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি এবং উত্তর ভারতের অন্যান্য এলাকায় তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
এসির মতো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যাপক ব্যবহারের কারণে বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। যার ফলে দিল্লিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে।
এর আগে গতকাল উত্তর ভারতের বিদ্যুৎ ব্যবহার ৮৯ হাজার মেগাওয়াটে পৌঁছায়।
গত ২২ মে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে দিল্লির বিদ্যুৎ চাহিদা প্রথমবারের মতো ৮ হাজার মেগাওয়াট পৌঁছায়।
সোমবার দিল্লি বিমানবন্দর বেশ কয়েক মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং এর প্রভাবে টার্মিনালের যাত্রীসেবা বিঘ্নিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের কর্মীরা তাদের কম্পিউটার সচল হওয়ার অপেক্ষায় রয়েছেন এবং যাত্রীরা চেক-ইন কাউন্টারে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন।
এছাড়া তীব্র পানির সংকটে ভুগছে ভারতের রাজধানী দিল্লি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ বালতি হাতে পানির ট্রাকের সামনে ভিড় জমাচ্ছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ভারতে চলমান তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।
মার্চ মাসে গ্রীষ্ম শুরু হওয়ার পর থেকে তাপজনিত অসুস্থতায় ভারতে কয়েক ডজন লোক মারা গেছে।
জুনের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশ ও ওড়িশায় তিন দিনের ব্যবধানে তাপদাহে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
ভারতে গ্রীষ্মকাল সাধারণত গরম ও আর্দ্র থাকে। তবে এই বছর দীর্ঘ, আরও তীব্র এবং ঘন ঘন তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মানুষ।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসেও দেশটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি