মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ, ছেড়েছেন যুক্তরাজ্য
কয়েক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার কবেন— এমন চুক্তিতে পৌঁছানোর পর সোমবার তাকে মুক্তি দেওয়া হয়। খবর বিবিসির।
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।
বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী।
এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস জানায়, চুক্তি অনুযায়ী অ্যাসাঞ্জকে মার্কিন হেফাজতে কোনো সময় ব্যয় করতে হবে না। কারণ যুক্তরাজ্যের কারাগারে ৫ বছর বন্দী থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নেবে।
মার্কিন বিচার বিভাগের এক চিঠি অনুসারে, অ্যাসাঞ্জ তার নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) করা এক পোস্টে উইকিলিকস জানিয়েছে, ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছেড়েছেন অ্যাসাঞ্জ।
এক্স পোস্টে উইকিলিকস বলেছে, দীর্ঘ ১,৯০১ দিন একটি ছোট কক্ষে বন্দী থাকার পর সোমবার (স্থানীয় সময়) যুক্তরাজ্যের বেলমার্শ কারাগার থেকে মুক্তি পান অ্যাসাঞ্জ।
ওই বিবৃতিতে উইকিলিকস আরও জানায়, কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যান তিনি। একইদিনে বিকেলে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশে তার ফ্লাইট ছাড়ে।
এই সময়ে অ্যাসাঞ্জের একটি ভিডিও এক্সে প্রকাশ করেছে উইকিলিকস— যেখানে দেখা যাচ্ছে, জিনস ও নীল শার্ট পরা অ্যাসাঞ্জ বিমানবন্দরের দিকে যাচ্ছেন।
তবে বিবিসির পক্ষে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা মরিস অ্যাসাঞ্জ এক্সে করা এক পোস্টের মাধ্যমে তাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চুক্তি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের অধীনে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হবে। এদিন তিনি তার বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করবেন এবং মামলাটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।