০.৩০৫ সেকেন্ডে রুবিকস কিউব মিলিয়ে বিশ্বরেকর্ড গড়লো রোবট
মাত্র ০.৩০৫ সেকেন্ডে একটি রুবিকস কিউব মিলিয়ে বিশ্বরেকর্ড গড়েছে এক রোবট।
একজন মানুষের চোখের পলক ফেলতে যেখানে ০.১ থেকে ০.৪ সেকেন্ডের প্রয়োজন হয়, সেই সময়ের মধ্যেই রুবিকস কিউব মিলিয়ে তাক লাগিয়ে দিয়েছে মিতসুবিশি ইলেক্ট্রিকের প্রকৌশলীদের নির্মিত টকুই (টিওকেইউআই) ফাস্ট অ্যাকিউরেট সিঙ্ক্রোনাইজড মোশন টেস্টিং রোবট (টকুফাস্টবট)।
এর আগের রেকর্ডটি ছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীদের তৈরি করা একটি রোবটের দখলে। ২০১৮ সালে রুবিকস কিউব মেলাতে রোবটটির সময় লেগেছিল ০.০৭৫ সেকেন্ড।
মিতসুবিশির প্রধান প্রকৌশলী টোকুই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে বলেছেন, 'আমি আগের রেকর্ড ধারকের ভিডিওগুলি পরীক্ষা করে দেখেছি এবং বুঝতে পেরেছি, যে আমাদের রোবট আরও দ্রুত ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা তাদের গতি দিয়ে পরাজিত করতে পারব।'
১৯৭৪ সালে আবিষ্কারের পর থেকে রুবিকস কিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি পাজল গেম (ধাঁধার খেলনা) হয়ে উঠেছে। রুবিকস কিউবের ছয়টি মুখের প্রতিটিতে নয়টি রঙিন বর্গক্ষেত্র রয়েছে এবং সমাধানকারীকে অবশ্যই ঘনক্ষেত্রটি এমনভাবে ঘোরাতে হবে যাতে প্রতিটি দিক একটি অভিন্ন রঙের হয়। অবাক করা বিষয় হলো, মোট ৪৩ কুইন্টিলিয়নেরও বেশি উপায়ে রুবিকস কিউব মেলানো সম্ভব।
রুবিকস কিউবের আবিষ্কারক এর্নো রুবিক এটি সমাধান করতে প্রথমে পুরো এক মাস সময় নিয়েছিলেন। তারপর থেকেই মানুষ আরও দ্রুত সময়ে এটি মেলানোর চেষ্টা করেছে। তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ড ও চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের অংশ হিসেবেই স্পিডকিউবিংয়ের (দ্রুততার সাথে রুবিকস কিউব মেলানো) প্রতিযোগিতামূলক খেলা চালু হয় এবং রুবিকস কিউব মেলানো রোবটের আরও বিকাশ ঘটে।
মিতসুবিশি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের নির্মিত টোকুফাস্টবট শক্তিশালী মোটর এবং একটি এআই-চালিত রং শনাক্তকারী অ্যালগরিদমের জন্য মাত্র ০.০০৯ সেকেন্ডে ৯০-ডিগ্রি টার্ন (মোচড়) সম্পূর্ণ করতে পারে। কিউবের প্যাটার্ন শনাক্ত করার পরে রোবটটি কত দ্রুত সময়ে সেটি সমাধান করা যায় তা গণনা করে ফেলে।
রুবিকস কিউব মেলাতে গিয়ে রোবটটি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তার মধ্যে রয়েছে: কিউবের লাল ও কমলা রং এর মধ্যে পার্থক্য করতে পারা অথবা কিউবে ছায়া পরলেও রং ঠিকভাবে শনাক্ত করতে পারা।
তবে রোবটটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের গতিকে নিয়ন্ত্রণ করা। প্রথম প্রচেষ্টায় রোবটের গতি এতই বেশি ছিল যে, রুবিকস কিউবের ঘূর্ণনের গতি রোবটের সাথে তাল মেলাতে পারেনি। প্রায় ২০ মিনিট রোবটটির বিভিন্ন মেকানিজমে রদবদল আনার পরে সেটি গতি নিয়ন্ত্রণে রেখে দ্রুততম সময়ে রুবিকস কিউবটি মেলাতে সক্ষম হয়েছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়