৭ তারিখের পর থেকে সাড়ে ৬ হাজার ২,০০০-পাউন্ড বোমা ইসরায়েলে পাঠিয়েছে আমেরিকা: রয়টার্স
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলে বিপুল সংখ্যক গোলাবারুদ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজারের বেশি অত্যন্ত বিধ্বংসীক্ষমতাসম্পন্ন দুই হাজার-পাউন্ড বোমা এবং কয়েক হাজার হেলফায়ার মিসাইল।
অস্ত্র চালানের তালিকা সম্পর্কে ধারণা রাখা দুইজন মার্কিন কর্মকর্তা এ তথ্য রয়টার্সকে জানিয়েছেন।
গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে সাম্প্রতিক সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র অন্তত ১৪ হাজার এমকে-৮৪ দুই হাজার-পাউন্ড বোমা, সাড়ে ছয় হাজার ৫০০-পাউন্ড বোমা, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য প্রিসিশন-গাইডেড তিন হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র, এক হাজার বাংকার-বিধ্বংসী বোমা, আকাশ থেকে নিক্ষেপযোগ্য দুই হাজার ৬০০টি স্মল ডায়ামিটার বোমা এবং অন্যান্য গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছ বলে জানান ওই কর্মকর্তারা।
গোলাবারুদ পাঠানোর মোট এ সংখ্যা থেকে বোঝা যায়, অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমার একটি চালান স্থগিত রাখার সাম্প্রতিক মার্কিন প্রশাসনিক সিদ্ধান্ত সত্ত্বেও যুক্তরাষ্ট্র এর মিত্র ইসরায়েলের জন্য সামরিক সহায়তা তেমন হ্রাস করেনি।
বিশেষজ্ঞরা বলেছেন, গাজায় এ আটমাসের তীব্র সামরিক অভিযানে খরচ হওয়া গোলাবারুদের ভান্ডার পুনরায় পূর্ণ করতে ইসরায়েলের যা যা প্রয়োজন হতো, তার সঙ্গে মার্কিন সরবরাহ সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস সশস্ত্রগোষ্ঠীর ইসরায়েলে হামলার পর ১,২০০ জন নিহত ও আড়াইশ জন হামাসের হাতে জিম্মি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, 'এ তালিকাটি স্পষ্টভাবে আমাদের ইসরায়েলি মিত্রদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পর্যায়ের সমর্থনকে প্রতিফলিত করে।'
হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এ চালানগুলো ইসরায়েলে পাঠানো অস্ত্রের একটি বড় তালিকার অংশ বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের একজন। বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ৭ অক্টোবর থেকে ইসরায়েলে সাড়ে ছয় বিলিয়ন ডলার মূল্যের নিরাপত্তা সহায়তা পাঠিয়েছে।
বাইডেন প্রশাসন গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার প্রভাবের বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে দুই হাজার পাউন্ড-বোমার একটি চালান স্থগিত করেছিল। তবে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, অন্যান্য সমস্ত অস্ত্র সরবরাহ স্বাভাবিকভাবে চলতে থাকবে।
একটি দুই হাজার-পাউন্ড বোমা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করতে পারে। এটির বিস্ফোরণস্থলের ব্যাসার্ধও হয় বড়।
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা'র স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওয়াশিংটন এটির দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে বার্ষিক ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়।
যদিও বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং গাজায় আরও মানবিক সহায়তার অনুমতি দিতে ব্যর্থ হয়, তাহলে তিনি সামরিক সহায়তার ওপর শর্ত বসাবেন। তবে তিনি মে মাসের অস্ত্রের চালান বিলম্বিত করার বাইরে আর কিছু করেননি।