ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহকে ‘সব উপায়ে’ সমর্থন দেবে ইরান
হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল সর্বাত্মক আক্রমণ চালালে এটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে— যেখানে তেহরানসহ 'প্রতিরোধ অক্ষ' লেবানন-ভিত্তিক বিদ্রোহী দলটিকে (হিজবুল্লাহ) 'সব উপায়ে' সমর্থন দেবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইরান কোনো ধরনের আঞ্চলিক যুদ্ধে 'আগ্রহী নয়', বরং দেশটি আরও উত্তেজনা কমাতে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
তবে পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের ক্ষেত্রে ইরান হিজবুল্লাহকে সমর্থন দেবে কি–না, এমন প্রশ্নের জবাবে খারাজি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, "সমস্ত লেবাননের জনগণ, আরব দেশ এবং প্রতিরোধ অক্ষের সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে।"
তিনি আরও বলেন, "এমনটি হলে পুরো অঞ্চলেই যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে— যেখানে ইরানসহ অঞ্চলের সব দেশ জড়িয়ে পড়বে। সে পরিস্থিতিতে, হিজবুল্লাহকে সব উপায়ে সমর্থন করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।"
"তবে যুদ্ধ সম্প্রসারণে কারোরই আগ্রহ নেই— না ইরানের, না মার্কিন যুক্তরাষ্ট্রের," যোগ করেন তিনি।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণের পর থেকেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এ অঞ্চলে ইসরায়েল ও মার্কিন সেনাদের ওপর বিভিন্ন সময়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সাথে প্রায়ই আন্তঃসীমান্ত গোলাগুলি চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও লোহিত সাগরে জাহাজ আক্রমণের পাশাপাশি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া, ইরাক ও সিরিয়ার শিয়া বিদ্রোহীরা মার্কিন সেনাদের ওপর হামলা ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।
এমনকি, ইরান এবং ইসরায়েলও গেলো এপ্রিলে একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের ভূখণ্ড থেকে এটিই ছিল ইসরায়েলের ওপর সরাসরি প্রথম কোনো হামলা। তবে, শেষ পর্যন্ত উভয়পক্ষই উত্তেজনা কমিয়ে আনে। এ হামলায় উভয়পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণও সীমিত ছিল বলে উল্লেখ করা হয়।