যুক্তরাজ্যে নির্বাচন: মানুষ ছাড়া যেসব প্রাণী আজ ভোটকেন্দ্রে গিয়েছিল
যুক্তরাজ্যে আজ (৪ জুলাই) সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের ৬৫০টি আসনের ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ, ১৫ ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলবে। খবর বিবিসির
আজ ভোটকেন্দ্রে আসা মানুষদের সঙ্গে আনা পোষ্যদের রাখার জন্য বিশেষ স্থানের ব্যবস্থা করেছে দেশটির কর্তৃপক্ষ। যাতে ভোটাররা নির্দিষ্ট স্থানে পোষ্যকে রেখে নিশ্চিন্তে ভোট দিতে পারেন।
রাত ১০টায় ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত বিবিসিকে প্রচারণা বা নির্বাচনী বিষয়ে কোনো বিবরণ প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।
তাই বিবিসি এবার মানুষ বাদে ভোটকেন্দ্রে আসা অন্যান্য প্রাণী নিয়ে সংবাদ প্রকাশ করতে, ভোটারদের পোষা প্রাণীর ছবি সংগ্রহে এক মজার উদ্যোগ নিয়েছে। তাই সংবাদমাধ্যমটি ভোটারদের পোষা প্রাণীর ছবি তুলে পাঠানোর আহ্বান জানিয়েছে। এক পোস্টে তারা তাদের কাছে ছবি পাঠানোর জন্য ই-মেইল, টুইটার ও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছে।
আশ্চর্য হলেও সত্যি, অনেক ভোটার বিবিসির আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে আনা নিজেদের পোষা প্রাণীর ছবি পাঠিয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক মানুষ ছাড়া কোন কোন প্রাণী এবার যুক্তরাজ্যের ভোটকেন্দ্রগুলোতে গিয়েছিল।
কুকুর
এ পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়া গেছে কুকুরের ছবি। আজ সবার প্রথমে ম্যাপেল নামে আট মাস বয়সী একটি ককার স্প্যানিয়েলের ছবি পায় বিবিসি।
সকাল ৭টায় ভোটকেন্দ্র খোলার ঠিক পরেই তার মালিকের সঙ্গে নিউবারি ভোটকেন্দ্রে এসেছিল এই কুকুরছানাটি।
এছাড়া, অ্যালায়েন্স পার্টির নেতা নাওমি লং বেলফাস্টের একটি গির্জায় ভোট দেন। এসময় তিনি স্বামী মাইকেল লং ও তাদের কুকুর ডেইজির সঙ্গে ক্যামেরাবন্দি হন।
বিড়াল
টিগার নামের ৯ বছর বয়সী এই আদুরে বিড়ালটিও আজ তার মালিক জো ইভান্সের সাথে ডার্বিশায়ারের একটি ভোটকেন্দ্রে এসেছিল।
ঘোড়া
মালিক অ্যাবি উইলেটস ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ায়, এস নামের ক্লাইডেসডেল জাতের এই ঘোড়াটি চেশায়ারের স্যান্ডবাচ রাগবি ক্লাবের সামনে অপেক্ষা করছিল।
সাপ
আজ ভোটকেন্দ্রে আসা সবচেয়ে ব্যতিক্রম প্রাণী হলো নেপচুন নামের এই অজগর সাপটি। ডরসেটের একটি ভোটকেন্দ্রের বাইরে এই সাপটিকে দেখা যায়।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি