বিতর্কের পর চিকিৎসকের কাছে গিয়েছিলেন বাইডেন; বললেন, ‘আমি ভজকট পাকিয়ে ফেলেছি’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ডেমোক্র্যাটিক গভর্নরদের বলেছেন, গত সপ্তাহের বিতর্কের পরে একজন ডাক্তার তাকে পরীক্ষা করেছেন। এর আগে তার চিকিৎসা সম্পর্কে হোয়াইট হাউসের বিবৃতিতে ভিন্ন কথা বলা হয়েছিল।
প্রেসিডেন্ট বুধবার সন্ধ্যায় ডেমোক্র্যাটিক গভর্নরদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং ভিডিও কলের মাধ্যমে দেখা করেন। গত সপ্তাহের দুর্বল বিতর্ক নিয়ে এ সময় গভর্নরদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল তাকে।
বিতর্কের পরে বাইডেন চিকিৎসাসেবা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি উপস্থিত গভর্নরদের বলেন, তাকে একজন চিকিৎসক পরীক্ষা করে ইতিবাচক পর্যবেক্ষণ জানিয়েছেন।
তার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেছিলেন, বাইডেন ফেব্রুয়ারির পর থেকে কোনো মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যাননি।
উইসকনসিনের একটি রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে বাইডেন শ্রোতাদের বলেছেন: 'আমার একটা খারাপ রাত কেটেছে, একটা খারাপ রাত কেটেছে। আসলে বিষয়টা হলো ... আমি ভজকট পাকিয়ে ফেলেছি, আমি একটা ভুল করেছি।'
সম্পূর্ণ সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচারিত হয়। বাইডেন আরও বলেন: 'আমার বিতর্ক ভালো হয়নি। মঞ্চে ৯০ মিনিট সময়। আমি সাড়ে তিন বছরে কী কী করেছি তার দিকে তাকান। আমি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি।'
আগে তথ্য বাদ রাখার কথা স্বীকার করে হোয়াইট হাউস এখন বলেছে, বাইডেনের ফেব্রুয়ারি থেকে কোনো শারীরিক সমস্যা নেই। তবে তিনি ফেব্রুয়ারির পর থেকে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বিতর্কের পরেরটাও সেরকম ছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বৃহস্পতিবার সকালে এনবিসি নিউজকে এক বিবৃতিতে বলেন, 'বেশ কয়েক দিন পর প্রেসিডেন্টকে তার সর্দি পরীক্ষা করতে দেখা গেছে এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন।'
হোয়াইট হাউস আরও জানিয়েছে, এক সপ্তাহ আগের বিতর্কের পর থেকে কোনো ধরনের স্নায়বিক পরীক্ষার মধ্যে দিয়ে যাননি জো বাইডেন।
অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের মতো বাইডেনের একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন যিনি তার সঙ্গে ভ্রমণ করেন এবং যে কোনো প্রয়োজনের জন্য সবসময় প্রস্তুত থাকেন।