একমাত্র ‘লর্ড অলমাইটি’ নেমে এসে বললেই আমি সরে দাঁড়াব: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে তিনি কোনোভাবেই সরে দাঁড়াচ্ছেন না। এক সাক্ষাৎকারের তিনি বলেছেন, একমাত্র 'সর্বশক্তিমান প্রভু' তাকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেন।
ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে হারের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য যখন বাইডেনের ওপর ক্রমাগত চাপ আসছে, তখনই এ মন্তব্য করলেন তিনি।
শুক্রবার (৫ জুলাই) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এছাড়া সাক্ষাৎকারে আগামী পাঁচ বছরের জন্য যে ফিট আছেন—এ নিয়ে 'কগনিটিভ টেস্ট' (জ্ঞানীয় পরীক্ষা) দিয়ে এর ফলাফল প্রকাশ্যে জানানোর সম্ভাবনাও উড়িয়ে দেন বাইডেন।
জর্জ স্টেফানোপোলসকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, 'প্রতিদিনই আমার কগনিটিভ টেস্ট হয়। প্রতিদিনই আমার এ টেস্ট থাকে—আমি যা করছি, তার সবই [কগনিটিভ টেস্ট]।'
বেশ কয়েকজন ডেমোক্রেটিক নেতা ও দাতাসহ অনেকেই বাইডেনকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়ে অপেক্ষাকৃত তরুণ কাউকে লড়ার সুযোগ করে দিতে চাপ দিচ্ছেন। এই সাক্ষাৎকারে সেসব চাপ উড়িয়ে দিলেন ৮১ বছর বয়সি প্রেসিডেন্ট।
বাইডেন আরেক মেয়াদে দায়িত্ব পালনের জন্য ফিট কি না—পুরো সাক্ষাৎকারজুড়ে এ নিয়ে কথা বলেন জর্জ স্টেফানোপোলোস।
এর জবাবে বাইডেন বলেছেন, 'প্রেসিডেন্ট হওয়ার বা এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য আমার যোগ্য আর কেউ আছে বলে মনে করি না।'
এ সময় বাইডেন প্রথম নির্বাচনি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশয়ী হওয়ার জন্য ক্লান্তি ও 'বাজের রকমের ঠান্ডা' লাগাকে দায়ী করেন।
২২ মিনিটের এ সাক্ষাৎকারে তাকে নিয়ে ডেমোক্রেটিকদের আশঙ্কাও দূর করার চেষ্টা করেন বাইডেন। মিত্ররা তাকে সরে দাঁড়াতে বলতে পারেন, এ সম্ভাবনাও উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়া কোন ঘটনা ঘটলে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, এমন প্রশ্নও বারবার উড়িয়ে দেন বাইডেন। তিনি বলেন, 'যদি সর্বশক্তিমান প্রভু মর্ত্যে নেমে এসে বলেন, "জো, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াও", তাহলে আমি লড়াই থেকে সরে যাব। আর সর্বশক্তিমান প্রভু মর্ত্যে নেমে আসছেন না।'
গত সপ্তাহে বিতর্কে হতাশাজনক ফল করার পর থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হয়। তার দলের অনেক নেতাকর্মী, এমনকি কিছু বড় দাতাও বাইডেনকে সরে দাঁড়াতে বলছেন।
কিছু ডেমোক্রেটিক ভোটারও বাইডেনের লড়াইয়ের সক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা যায়, ৮৬ শতাংশ ডেমক্র্যাট বাইডনকে সমর্থন দেবেন; অথচ ফেব্রুয়ারিতে এ হার ছিল ৯৩ শতাংশ।