কোনো ক্লু নেই, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা ব্যক্তির উদ্দেশ্য এখনও রহস্যাবৃত
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী ২০ বছর বয়সি থমাস ম্যাথু ক্রুকস সম্পর্কে আগেই টের পেয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। শনিবারের ট্রাম্পের সমাবেশের সময় অনুষ্ঠানের বাইরে তার সন্দেহজনক গতিবিধি দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান দর্শকরা। পরে তাকে হন্য হয়ে পুলিশ খুঁজতে লাগলেও ছাদে গিয়ে আশ্রয় নেন, যেখান থেকে ট্রাম্পের ওপর তিনি গুলি চালিয়েছিলেন।
'মেইক আমেরিকা গ্রেট এগেইন' ক্যাপ পরিহিত ট্রাম্প তার বক্তৃতায় সবে অভিবাসন নিয়ে কথা বলতে শুরু করেছেন, এমন সময় তার ডান দিক থেকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
গুলির শব্দ শোনার সাথে সাথে সবাই মাটিতে শুয়ে পড়ে। দেহরক্ষীরা তাকে ঘিরে ফেলার আগে ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়লে ভিড়ের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়। চারপাশে লোকজন চিৎকার করে বলছিল, 'নেমে যাও, নেমে যাও, গুলি চলেছে'। খানিকক্ষণ পরই অবশ্য উঠে দাঁড়ান ট্রাম্প। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।
হামলায় সমাবেশে উপস্থিত একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত প্রাক্তন দমকল প্রধান কোরি কম্পেরাটোর তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা গেছেন।
পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা থমাস ম্যাথিউ ক্রুকস ঠিক কী কারণে এই হামলা চালিয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো সূত্র খুঁজে পাননি তদন্তকারীরা। এফবিআই বলেছে, তারা এটিকে 'অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঘটনা' হিসেবে তদন্ত করছে। তবে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত ব্যক্তির স্পষ্ট আদর্শিক উদ্দেশ্যের অনুপস্থিতি থাকায় এ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে।
রোববার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা নিয়ে অনুমান করবেন না। এফবিআইকে তাদের কাজ করতে দিন, তাদের অংশীদার সংস্থাগুলোকে তাদের কাজ করতে দিন। আমি নির্দেশ দিয়েছি এই তদন্ত যেন পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত হয়'।
এফবিআই'র ধারণা থমাস একাই এই হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিলেন। তার গাড়িতে বোমা তৈরির সরঞ্জাম মিললেও, তার উদ্দেশ্য সম্পর্কে এখনও সন্দিহান তারা। তদন্তকারীরা তার সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্টে কোনো হুমকিমূলক বক্তব্য বা আদর্শিক উদ্দেশ্য খুঁজে পাননি।
ক্রুকসের পরিবারের সাথে অ্যাসোসিয়েটেড প্রেস যোগাযোগ করলেও, তারা কোনো সাড়া দেননি। তার বাবা ম্যাথিউ ক্রুকস শনিবার রাতে সিএনএনকে বলেন, তিনি 'কী হচ্ছে' তা বোঝার চেষ্টা করছিলেন কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলার আগ পর্যন্ত তিনি তার ছেলের বিষয়ে কথা বলবেন না। এফবিআইয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ক্রুকসের পরিবার তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সমাবেশে উপস্থিত বেশ কয়েকজন ক্রুকসকে মেটাল ডিটেক্টরের আশেপাশে সন্দেহজনকভাবে আচরণ করতে দেখেন। বিষয়টি তারা স্থানীয় কর্মকর্তাদের জানান। কর্মকর্তারা তখন শুনতে পান যে ক্রুকস একটি সিঁড়ি বেয়ে উঠছে। তারা আশেপাশে খোঁজাখুঁজি করলেও ছাদে ওঠার আগ পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
বাটলার কাউন্টি শেরিফ মাইকেল স্লুপ বার্তা সংস্থা এপিকে বলেন, স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ছাদে উঠে ক্রুকসের মুখোমুখি হন। স্লুপ বলেন, এই পরিস্থিতিতে ওই কর্মকর্তা নিজের সুরক্ষার কথা ভেবে বন্দুক চালাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা এপিকে বলেন, ওই কর্মকর্তা সিঁড়ি দিয়ে পিছু হটলে ক্রুকস দ্রুত ট্রাম্পের দিকে গুলি চালায় এবং তখনই সিক্রেট সার্ভিসের স্নাইপাররা তাকে গুলি করে।
এফবিআই কর্মকর্তারা থমাস ম্যাথু ক্রুকসের ব্যাকগ্রাউন্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যক্রম তদন্ত করছেন, তার ফোন অ্যাক্সেস করার চেষ্টা করছেন। চ্যাটিং অ্যাপ ডিসকর্ড নিশ্চিত করেছে যে ক্রুকসের একটি অ্যাকাউন্ট ছিল তবে গত কয়েক মাসে খুব কমই এটি ব্যবহার করেছে। তিনি সহিংসতা প্রচার করেছেন বা বিরোধের বিষয়ে রাজনৈতিক মতামত নিয়ে আলোচনা করেছেন এমন কোনো প্রমাণও নেই।
ক্রুকসের রাজনৈতিক মতামত অস্পষ্ট। তিনি পেনসিলভানিয়ায় রিপাবলিকান ভোটার হিসেবে নিবন্ধিত হলেও ফেডারেল ক্যাম্পেইন ফিনান্সের রিপোর্ট অনুযায়ী, ২০ জানুয়ারি, ২০২১-এ বাইডেনের পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে ১৫ ডলারের অনুদানও দিয়েছিলেন।
ক্রুকস বাটলার শহর থেকে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত গ্রাম বেথেল পার্কের অধিবাসী। ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক পাশ করেন তিনি। এছাড়াও ওই স্কুল থেকে গণিত ও বিজ্ঞানের জন্য ৫০০ ডলার পুরস্কারপ্রাপ্ত ২০ শিক্ষার্থীর মধ্যেও রয়েছে তার নাম। তিনি স্কুলের রাইফেল দলে ঢোকার জন্য চেষ্টা করেছিলেন তবে দুর্বল শুটিং দক্ষতার জন্য তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
সহপাঠী জেসন কোহলার জানান, ক্রুকসকে হরহামেশাই উৎপীড়ন করা হত এবং প্রায়শই মধ্যাহ্নভোজনে একা বসে থাকতেন তিনি।
ক্রুকস বেথেল পার্ক স্কিলড নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন নামে একটি নার্সিং হোমে ডায়েটরি সহায়ক হিসেবে কাজ করেছিলেন।
রোববার হামলার পর ট্রাম্পের সমাবেশস্থল থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে পিটসবার্গে থমাস ম্যাথিউ ক্রুকসের বাড়ির কাছে অবস্থান নেয় পুলিশ, অবরোধ করে রাখে ওই এলাকা।
ক্রুকস একটি এআর ১৫-টাইপ রাইফেল ব্যবহার করেছেন, কর্তৃপক্ষ ধারণা এটি তার বাবার রাইফেল। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট কেভিন রোজেক বলেন, ক্রুকসের কাছে বন্দুকটি নেওয়ার জন্য তার বাবার অনুমতি ছিল কিনা তা স্পষ্ট নয়।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ডান হাতে কালো আমেরিকান পতাকা সম্বলিত ধূসর রঙের টি-শার্ট পরা ক্রুকস সমাবেশের কাছে একটি কারখানার ছাদে নিথর হয়ে পড়ে আছেন। ট্রাম্প যেখানে বক্তব্য রাখছিলেন সেখান থেকে এই ছাদটি প্রায় ১৫০ মিটার (১৬৪ গজ) দূরে ছিল।
ক্রুকসের মৃতদেহের ছবিতে দেখা গেছে যে তিনি ডেমোলিশন র্যাঞ্চ নামের একটি ইউটিউব চ্যানেলের টি-শার্ট পরেছিলেন। এই চ্যানেলে হ্যান্ডগান এবং রাইফেল দিয়ে লক্ষ্যবস্তুতে গুলি করার ভিডিও রয়েছে।ডেমোলিশন র্যাঞ্চের স্রষ্টা ম্যাট ক্যারিকার ক্রুকসের মৃতদেহের একটি ছবি পোস্ট করে মন্তব্য করেছেন, 'হোয়াট দ্য হেল'।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন