নেতানিয়াহুর সফর ঘিরে ওয়াশিংটনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই সফরকে ঘিরে গতকাল (বুধবার) ওয়াশিংটনে হাজার হাজার মানুষ গাজায় চলমান যুদ্ধ বন্ধে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারীরা 'ফ্রি প্যালেসটাইন' স্লোগান দিতে থাকেন। অন্যদিকে পুলিশ বেশ কয়েকটি মিছিলে বাঁধা প্রদান করে; পিপার স্প্রে নিক্ষেপ করে।
গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা মূলত বিক্ষোভে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। একইসাথে তারা 'নেতানিয়াহুকে গ্রেফতার কর', 'ইসরায়েলে মার্কিন সাহায্য বন্ধ কর' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এমনকি ওয়াশিংটনের ইউনিয়ন স্টেশনে মার্কিন পতাকা সরিয়ে উল্লাসের সাথে ফিলিস্তিনের পতাকা স্থাপন করা হয়। একইসাথে বিক্ষোভকারীরা বলতে থাকেন, "নেতানিয়াহু, তুমি লুকিয়ে থাকতে পারবে না। তুমি গণহত্যা চালাচ্ছ।"
নেতানিয়াহু কংগ্রেসে উপস্থিত হওয়ার কথা শুনে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঐ স্থানে অগ্রসরের চেষ্টা করে। তবে ভবনের কাছে যাওয়ার পূর্বেই পুলিশ বাধায় দেয়। একইসাথে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কয়েকজন বিক্ষোভকারী 'সহিংস' আচরণ করায় ও 'আদেশ অমান্য করায়' তাদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে।
এই ঘটনার জেরে মোট নয়জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে চারজনের বিরুদ্ধে ইউনিয়ন স্টেশনে এক পুলিশ অফিসারের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
১৭ বছর আগে ফিলিস্তিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ম্যারি কাইলেহ। তিনি মনে করেন, কয়েক দশক ধরে তার দেশের মানুষকে বঞ্চিত ও উপেক্ষিত করা হয়েছে। তবে এসব বিক্ষোভ অবস্থার খুব একটা পরিবর্তন করবে না।
ম্যারি তবুও এই বিক্ষোভে যুক্ত হয়েছেন। তিনি বলেন, "আমি বিক্ষোভ উপভোগ করি। তবে এর তেমন কোনো প্রভাব নেই।"
হোয়াইট হাউজ জানায়, বাইডেন ও নেতানিয়াহু আজ (বৃহস্পতিবার) সাক্ষাৎ করবেন। একইদিনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও সাক্ষাৎ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ জানান, তিনি আগামীকাল (শুক্রবার) নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান