ইথিওপিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা ৫০০ জনে পৌঁছাতে পারে
ইথিওপিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা ২৫৭ জনে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।
প্রবল বৃষ্টির কারণে গত রবিবার রাতে দক্ষিণ ইথিওপিয়ার গোফা জোনে ভূমিধসের কারণে বহু মানুষ মাটিচাপা পড়ে। সোমবার দ্বিতীয় ভূমিধসে আগের দিন আটকে পড়াদের উদ্ধারে নিয়োজিতরাও মাটির নিচে চাপা পড়েন।
ইউএনওসিএইচএ এক প্রতিবেদনে জানিয়েছে, 'স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৫০০ জন ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'
গত মঙ্গলবার ইথিওপিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিশন মৃতের সংখ্যা ২২৯ বলে জানিয়েছিল।
গোফা জোনের একজন প্রশাসক দাগমাউই আয়েলে বলেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২২৬টি লাশ উদ্ধার করেছে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর এসব লাশ দাফন করা হয়েছে। এখনও ২০ জনের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে।
তিনি বলেন, 'ওই স্থানে উদ্ধার অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ।'
বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।