ভারতের অন্ধ্র প্রদেশে ফার্মাসিউটিক্যাল কারখানায় আগুনে নিহত ১৫, আহত ৪০
ভারতের অন্ধ্র প্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
আনাকাপল্লীর ডিস্ট্রিক্ট কালেক্টর বিজয় কৃষ্ণান জানান, আটচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত এসিয়েনশিয়া অ্যাডভান্সড সায়েন্সেস প্রাইভেট লিমিটেডে বুধবার (২১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।
জেলা পুলিশ সুপার এম দীপিকা রয়টার্সকে বলেন, 'এখন পর্যন্ত নিহত ১৫। এ সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।'
প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হয়েছিল, কারখানার চুল্লি বিস্ফোরণের ফলে আগুন ধরে গিয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডের কারণ চুল্লি বিস্ফোরণ নয় বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট কালেক্টর।
কর্মকর্তারা এখন বিদ্যুৎ সংক্রান্ত কারণে আগুন লেগেছে বলে সন্দেহ করছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আনাকাপল্লী ও আচুতাপুরমের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
'আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে... বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে,' রয়টার্সকে বলেন বিজয় কৃষ্ণান।
আহত প্রায় ৪০ জনকে আনাকাপল্লী এবং আচুতাপুরমের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা এখনো জানানো হয়নি।
ডিস্ট্রিক্ট কালেক্টর আরও জানান, ইউনিটে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।