জাদুঘরে ঘুরতে এসে ৩৫০০ বছরের পুরোনো বয়াম ভেঙে ফেলল বালক
জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো একটি বয়াম দুর্ঘটনাক্রমে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে চার বছর বয়সী এক ছেলে। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফার হেচট মিউজিয়ামে। খবর বিবিসি'র।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রোঞ্জ যুগের (খ্রিষ্টপূর্ব ২২০০ থেকে ১৫০০) অক্ষত পাত্রটি ছিল জাদুঘরের বিরল প্রত্নবস্তুর মধ্যে একটি। পাত্রটি প্রাচীনকালে ওয়াইন এবং জলপাই তেল বহনে ব্যবহৃত হতো।
জাদুঘরের প্রবেশদ্বারে কোনো কাচের বেষ্টনী ছাড়াই পাত্রটিকে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। বাবা অ্যালেক্সের ভাষ্যমতে, তার ছেলে 'ভেতরে কী আছে তা দেখতে' জারটি সামান্য টেনে দেখার চেষ্টা করে। এতেই পাত্রটি পড়ে ভেঙে যায়।
অ্যালেক্স আরও বলেন, ভাঙা জারের পাশে তার ছেলেকে দেখে তিনি চমকে গিয়েছিলেন। প্রথমে মনে হয়েছিল, তার ছেলে হয়ত এটি ভাঙেনি। তবে, ছেলেকে শান্ত করার পর তিনি জাদুঘরের নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন।
জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে এবং তার পরিবারকে আবার প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে। জাদুঘরটি জানিয়েছে, তারা বিশেষ আকর্ষণের কারণে নিদর্শনগুলো কাচ ছাড়াই প্রদর্শন করে এবং এই দুর্ঘটনা সত্ত্বেও সেই ধারা বজায় রাখবে।
কর্তৃপক্ষের মতে, "এই ঘটনা দুর্ঘটনাবশত ঘটেছে, তাই এর জন্য কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হবে না"। একজন সংরক্ষণ বিশেষজ্ঞকে পাত্রটি মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এটি শিগগিরই পুনরায় প্রদর্শিত হবে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন