আইফোন ১৬ সিরিজ বাজারে আনল অ্যাপল; কী থাকছে নতুন?
প্রতীক্ষিত ১৬ সিরিজের নতুন ফোন উন্মোচন করেছে অ্যাপল। আগের সিরিজের মতো নতুন সিরিজেও এবার থাকছে চারটি মডেল—আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।
১৫ সিরিজ থেকে এবার পরিবর্তন এসেছে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ও প্রসেসরে এবং যুক্ত হয়েছে নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ফিচার। এবারের আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলেই অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত থাকবে, যেখানে আগে এই সুবিধা শুধু আইফোন ১৫ প্রো মডেলে সীমাবদ্ধ ছিল।
সোমবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনো পার্কে আয়োজিত 'ইটস গ্লোটাইম' ইভেন্টের মাধ্যমে নতুন সিরিজের এ ফোন উন্মোচন করা হয়। ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
আইফোন ১৬ প্রো সিরিজে উল্লেখযোগ্য আপডেটের মধ্যে একটি হলো ডিসপ্লে আকারের পরিবর্তন। যেখানে আইফোন ১৫ প্রো মডেলে ডিসপ্লে ছিল ৬.১ ইঞ্চি, সেখানে নতুন আইফোন ১৬ প্রো-তে ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি। আর প্রো ম্যাক্স মডেলে আগের ৬.৭ ইঞ্চির ডিসপ্লের পরিবর্তে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে।
২০২০ সালে আইফোন ১২ প্রো ও প্রো ম্যাক্সের পর এবারই প্রথম আইফোনের স্ক্রিন আকারে পরিবর্তন আনা হলো। এর ফলে আইফোন ১৬ প্রো ম্যাক্স হতে যাচ্ছে এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে বড় আইফোন।
প্রসেসর হিসেবে এবার থাকছে তিন ন্যানোমিটার ট্রানজিস্টরের এ১৮ বায়োনিক চিপ, প্রসেসরটিকে 'অ্যাপল ইন্টেলিজেন্স' সমর্থনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই চিপে বিল্ট-ইন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কম্পিউটিং কোরের সংখ্যা আগের তুলনায় বেশি, পাশাপাশি উন্নত নিউরাল ইঞ্জিনও আছে। এই চিপসেটটি তৈরি করেছে টিএসএমসি, যা এআই এবং মেশিন লার্নিংসহ উন্নত প্রযুক্তির ব্যবহার আরও সহজ করে তুলবে।
অ্যাপলের দাবি, নতুন এ চিপের কারণে আইফোনের পারফরম্যান্স এবং ব্যাটারি ক্ষমতারও দারুণ উন্নতি ঘটেছে, যা গেমিং এবং অন্যান্য উচ্চক্ষমতাসম্পন্ন কাজের জন্য বেশ উপযোগী। চিপটির জিপিইউ পারফরমেন্স অবশ্য আগের এ১৭ চিপের মতোই। অপারেটিং সিস্টেম হিসেবে আইফোন ১৬ সিরিজে থাকছে আইওএস ১৮।
১৬ সিরিজের ফোনগুলোতে একটি ফিজিক্যাল 'ক্যামেরা কন্ট্রোল বাটন' রয়েছে। অ্যাপল জানিয়েছে, এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা এক ক্লিকেই ক্যামেরা চালু করা, ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা শুরু করতে পারবেন। নতুন এ ক্যামেরা বাটনের সাহায্যে ব্যবহারকারীরা কোনো রেস্টুরেন্টের ছবি তুলে সেটার তথ্য কিংবা কুকুরের দিকে ক্যামেরা তাক করে তার প্রজাতি সম্পর্কেও জানতে পারবেন। তাছাড়া এটি টাচ সেন্সিটিভও হবে। অর্থাৎ এর সাহায্যে জুম ইন-আউট করার জন্য বাম এবং ডানদিকে সোয়াইপ করা যাবে।
আইফোন ১৬ প্রো মডেলে ৪কে রেজোলিউশনে সর্বোচ্চ ১২০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও ধারণ করা যাবে। ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা এবং ২এক্স অপটিক্যাল জুম, ব্যবহারকারীদের নতুন ক্যামেরার অভিজ্ঞতা দেবে। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে কাছের ম্যাক্রো শট থেকে শুরু করে দূরের প্রশস্ত দৃশ্য ধারণ করা যাবে। সব মিলিয়ে, এটি যেন আপনার পকেটে চারটি লেন্স থাকার মতো সুবিধা। এছাড়া, স্প্যাশিয়াল ক্যাপচার ফিচারের মাধ্যমে আপনি থ্রিডি ফটো ও ভিডিও ধারণ করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো দিয়ে দেখা যাবে।
আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম পড়বে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। আর আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ৯৯৯ ডলার ও ১১৯৯ ডলার। এই সিরিজে পাঁচটি রঙে ফোনগুলো পাওয়া যাবে— কালো, সাদা, গোলাপি, টিল, এবং আলট্রামারিন। প্রি-অর্ডার শুরু হবে ১৩ সেপ্টেম্বর এবং বাজারে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে।