ফিলিস্তিন আমাদের জন্মভূমি, আমরা ছেড়ে যাব না: জাতিসংঘে ফিলিস্তিনের প্রেসিডেন্ট
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে 'গণহত্যার জন্য যুদ্ধ' হিসেবে উল্লেখ করে বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় আক্রমণের পর এটি তার প্রথম ভাষণ। আব্বাস মঞ্চে উঠে তিনবার একটি বাক্য পুনরাবৃত্তি করেন, "আমরা (এ ভূমি) ছেড়ে যাব না। আমরা ছেড়ে যাব না। আমরা ছেড়ে যাব না।"
"ফিলিস্তিন আমাদের জন্মভূমি। এটি আমাদের বাপ-দাদাদের জমি। এটি আমাদেরই থাকবে। আর যদি কেউ যেতে বাধ্য হয়, তবে তা হবে দখলদার বাহিনী," তিনি বলেন।
গাজা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং বাসযোগ্য অবস্থায় নেই। যুদ্ধ পরবর্তী সময়ে গাজা শাসনের অধিকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।
মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন দেওয়া মেনে নেয়া যায় না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে।
"এই উন্মাদনা আর চলতে পারে না। আমাদের জনগণের ওপর যা ঘটছে, তার জন্য পুরো বিশ্ব দায়ী," বলেন আব্বাস।
২০০৭ সালে হামাস তার বাহিনীকে উৎখাত করার পর থেকে মাহমুদ আব্বাসের গাজায় প্রভাব খুবই কম। হামাস তখন থেকে গাজা শাসন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আব্বাসের নেতৃত্বে কেবলমাত্র পশ্চিম তীরের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে।
যদিও যুক্তরাষ্ট্র মনে করে, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভবিষ্যতে গাজায় ভূমিকা পালন করতে পারে। তবে ইসরায়েল আব্বাসকে বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে দেখে না এবং এ প্রস্তাবকে বাতিল করে দিয়েছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন