নাসরুল্লাহ’র মৃত্যুর কথা নিশ্চিত করল হিজবুল্লাহ
লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এটির নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলের নাসরুল্লাহকে হত্যার দাবির পর বিষয়টি নিশ্চিত করল হিজবুল্লাহ।
এর আগে এ দিন ইসরায়েল জানিয়েছিল, দেশটি গতকাল শুক্রবার দক্ষিণ বৈরুতে একটি হামলায় নাসরুল্লাহকে হত্যা করেছে।
'হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার মহান, অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি তাদেরকে প্রায় ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন,' এক বিবৃতিতে জানায় হিজবুল্লাহ।
শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছিল, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
আইডিএফের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, 'হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাস ছড়াতে পারবেন না।'
বৈরুতে রাতে ধারাবাহিক হামলার পর এ বিবৃতি দিয়েছিল আইডিএফ। ইসরায়েল জানায়, নাসরুল্লাহ ও অন্য হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়েছিল।
সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। তার এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হয়।