ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে কয়েক ডজন বাঘ ও ৩ সিংহের মৃত্যু
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের কয়েকটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কয়েক ডজন বাঘ মারা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
আগস্ট থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭টি বাঘের পাশাপাশি তিনটি সিংহ এবং একটি চিতাবাঘও মারা গেছে।
হো চি সিটির কাছে ভুয়ন শোয়াই চিড়িয়াখানা এবং পার্শ্ববর্তী লং আন প্রদেশের মাই কুইন সাফারি পার্কে এইচ৫এন১ ভাইরাসের এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভাইরাস-সংক্রামিত মুরগির মাংস খাওয়ানোর পরই সম্ভবত প্রাণীগুলো অসুস্থ হয়ে পড়েছিল।
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত বাঘের দুটি নমুনায় বার্ড ফ্লু ধরা পড়েছে। কর্তৃপক্ষ ওই মুরগির উৎস শনাক্ত করার চেষ্টা করছে।
এদিকে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েবসাইটে বার্ড ফ্লু সংক্রমিত অঞ্চলে অপরিষ্কার বা ঠিকমতো রান্না না করা মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এইচ৫এন১ ভাইরাস মূলত প্রাণীদের মধ্যে সংক্রমিত হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা এনজিও এডুকেশন ফর নেচার ভিয়েতনাম জানিয়েছে, ২০২৩ সালের শেষ নাগাদ ভিয়েতনামে মোট ৩৮৫টি বাঘ বন্দি অবস্থায় ছিল। এর মধ্যে প্রায় ৩১০টি বাঘ ১৬টি ব্যক্তিমালিকানাধীন খামার ও চিড়িয়াখানায় আছে, বাকিগুলো রাষ্ট্র-পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বিশেষ করে এইচ৫এন১-এর কারণে মারাত্মক প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। WHO আরও জানিয়েছে, এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ মানুষের মধ্যে হালকা থেকে গুরুতর হতে পারে এবং কিছু ক্ষেত্রে এটি মৃত্যুর কারণও হতে পারে।
এর আগে ২০০৪ সালে থাইল্যান্ডের বিশ্বের বৃহত্তম প্রজনন খামারে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কয়েক ডজন বাঘ মারা যায় বা মারা হয়।