ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিজের গায়ে আগুন দিলেন এক বিক্ষোভকারী
ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজায় ইসরায়েলের হামলার এক বছর পূর্তির স্মরণে আয়োজিত বিক্ষোভে এ ঘটনা ঘটে।
তবে আগুন লাগার পর ওয়াশিংটন ডিসি পুলিশের দুই কর্মকর্তা ছুটে এসে ওই ব্যক্তির গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে আরও পুলিশ ও উপস্থিত লোকজন মিলে তার বাঁ হাতে লাগা আগুন নিভিয়ে ফেলেন।
পরে ওই অগ্নিদগ্ধ ব্যক্তি দাবি করেন, তিনি একজন সাংবাদিক। তার পাশে রাস্তায় একটি মাইক্রোফোন পড়ে থাকতে দেখা যায়।
আগুন নেভানোর পর পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং গোটা এলাকা ঘিরে ফেলেন। ডিসি ফায়ার ওই ব্যক্তিতে হাসপাতালে নিয়ে যায়। তার জখম গুরুতর নয় বলে জানানো হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীরা আবার মিছিল শুরু করেন।
শনিবার বিকেলে শত শত ফিলিস্তিন সমর্থক প্রথমে হোয়াইট হাউসের সামনে জড়ো হন। সেখান থেকে বিকেল ৪টার প্রায় এক হাজার মানুষ লাফায়েট স্কয়ার থেকে এইচ স্ট্রিট এনডব্লিউ-তে গিয়ে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় সড়ক অবরোধ করেন।
এ সময় অনেকের হাতে 'ফ্রি প্যালেস্টাইন' লেখা ব্যানার ছিল। বিক্ষোভকারীরা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে স্লোগান দেন। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার করে হামাসা। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় প্রায় ২০০ জনকে। জবাবে সেদিনই গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই হামলার এক বছর পূর্তির আগেরদিন এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। এদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে।
ওয়াশিংটনের মিছিলে অনেক বিক্ষোভকারীর পরনে কেফিয়াহ ছিল। অন্যরা ফিলিস্তিনের পতাকার প্রতি সম্মান জানিয়ে কালো, সাদা, লাল বা সবুজ রঙের পোশাক পরেছিলেন। কেফিয়াহ আরব অঞ্চলে ঐক্যের প্রতীক।