মাত্র তিন লাখ টাকায় কেনা, পরে জানলেন সাড়ে চার কোটি টাকার 'মাস্টারপিস' এই ছবি!
মাত্র তিন লাখ টাকায় কিনেছিলেন একটি চিত্রকর্ম, কিন্তু কেনার পর জানতে পেরেছেন এটি একটি হারিয়ে যাওয়া মাস্টারপিস, যার মূল্য অন্তত সাড়ে চার কোটি টাকা!
এমন ঘটনাই ঘটেছে লিঙ্কন শহরের শিল্পী ডেভিড টেইলরের সাথে। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় এক নিলাম ঘর থেকে তিনি ছবিটি কিনেছিলেন। ডেভিড জানান, তিনি যখন নিলাম ঘরে চিত্রকর্মটি দেখছিলেন, তখনই এটি তার মন জয় করে।
বিবিসির ফেক অফ ফোরচুন অনুষ্ঠানের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ছবিটি হেলেন ম্যাকনিকলের আঁকা দ্য বিন হারভেস্ট।
বৃহস্পতিবারের (৩ অক্টোবর) ফেক অফ ফোরচুন পর্বে জানা গেছে, বিশ শতকের শুরুর দিকে আঁকা ছবিটি ১৯১২ থেকে ১৯১৩ সালের মধ্যে কানাডায় পাঁচবার প্রদর্শিত হয়েছিল, তবে তারপর থেকে এর অবস্থান সম্পর্কে কারোই কোনো ধারণা ছিল না।
অনুষ্ঠানে উপস্থাপক ফিওনা ব্রুস ও ফিলিপ মৌল্ড টেইলরের ছবিটির সত্যতা প্রমাণে সহায়তা করেন। ব্রুস বলেন, "হেলেন ম্যাকনিকল সম্পর্কে আমার জানা ছিল না, কিন্তু তিনি সত্যিই একজন পথিকৃৎ। বিশ শতকের শুরুতে একজন নারী হিসেবে তিনি বিদেশে ভ্রমণ করতেন, যখন তিনি সম্পূর্ণরূপে শ্রবণহীন ছিলেন। আমি খুশি যে আমরা তার নামকে আরও সামনে নিয়ে আসতে পেরেছি।"
ডেভিড ছবিটি ফ্রেম থেকে বের করার পর ম্যাকনিকলের স্বাক্ষর আবিষ্কার করেন। চিত্রকর্মটির আসল দাম জানার পর তিনি বলেন, "আমি প্রথম দিন থেকেই ছবিটিতে বিশ্বাস করতাম।" তিনি আরও যোগ করেন, "এটি এমন একটি কাজ মনে হচ্ছে, যা একজন দক্ষ শিল্পী দ্বারা আঁকা হয়েছে"।
কানাডার অন্যতম প্রখ্যাত নারী চিত্রশিল্পী ম্যাকনিকল গ্রামীণ দৃশ্যাবলি নিয়ে ইমপ্রেশনিস্ট শিল্পকর্মের জন্য পরিচিত ছিলেন। তিনি দুই বছর বয়সে শ্রবণহীন হয়ে যান। ১৯১৫ সালে, ডায়াবেটিসের জটিলতার কারণে তার শিল্পজীবন থেমে যায় এবং মাত্র ৩৫ বছর বয়সেই তিনি মারা যান।
কানাডার দানশীল ব্যক্তি পিয়েরে ল্যাসন্ড, যিনি ম্যাকনিকলের কাজের একজন বড় সংগ্রাহক, ছবিটি ব্যক্তিগতভাবে দেখতে লন্ডনে আসেন। অনুষ্ঠানে তিনি বলেন, "একটি ছবি ১১০ বছর ধরে নিখোঁজ ছিল, সেটি সত্যিই দুর্দান্ত... আমি আমার সংগ্রহে একটি নতুন কাজ যোগ করতে পারলে খুশি হতাম।"
ডেভিড এই অভিজ্ঞতাকে 'একটি সত্যিকারের অ্যাডভেঞ্চার' বলে বর্ণনা করেছেন।