বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে গুলি, আহত ৪
ভারতের বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে চারজন আহত হয়েছেন। আজ রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে বিহারের আরা জেলায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহী কুমার। আরমান পিঠে, সুনীল বাঁ হাতে, রোশান ডান পায়ের হাঁটুর নিচ অংশে এবং সিপাহী কোমরে গুলিবিদ্ধ হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন যাদব জানান, হামলাকারী মোটরসাইকেলে এসেছিল। এসেই সে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে পূজার প্যান্ডেলে স্থানীয়রা ছিলেন। এ ছাড়াও দর্শনার্থীরাও আসছিলেন। প্রতিমা দর্শন করছিলেন। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত দুটি বাইকে করে আসে। প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় প্যান্ডেলের ভেতরে। এ সময় চারজন গুলিবিদ্ধ হন।
তারা আরও জানান, হামলাকারীরা দুটি মোটরসাইকেলে এসেছিল। হামলার পর তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ উদ্ধার করেছে।