ইসরায়েলে উন্নত মিসাইল প্রতিরোধী ব্যবস্থা থাড পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে উন্নত মিসাইল প্রতিরোধী ব্যবস্থা পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার (১৩ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, পেন্টাগন প্রধান লয়েড অস্টিন থার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা এবং মার্কিন সামরিক কর্মীদের ইসরায়েলে পাঠানোর অনুমোদন দিয়েছেন।
এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, "থাড ব্যবস্থা ইসরায়েলের একীভূত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এই পদক্ষেপটি ইসরায়েলের প্রতিরক্ষায় এবং ইসরায়েলে অবস্থানরত আমেরিকানদের রক্ষায়, ভবিষ্যতে ইরানের যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অটল প্রতিশ্রুতি প্রদর্শন করে।"
হামাস ও হিজবুল্লাহ নেতাসহ একজন ইরানি জেনারেলের হত্যার প্রতিশোধে নিতে ১ অক্টোবর ইসরায়েলের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার ঠিক দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা ইরানের এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।
এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনা বা তেল স্থাপনাগুলোতে ইসরায়েলকে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। তবে, ইসরায়েলি সরকার অতীতে প্রায়ই বাইডেনের সতর্কতা বার্তাকে উপেক্ষা করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের থাড ব্যবস্থা ইসরায়েলে কবে স্থাপন করা হবে তা স্পষ্ট না হলেও নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, "প্রায় ১০০ সৈন্য" দেশটিতে পাঠানো হবে।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলে মার্কিন মিসাইল সিস্টেম পরিচালনার জন্য মার্কিন সৈন্য পাঠিয়ে তাদের সৈন্যদের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাকচি লিখেছেন, "আমরা সাম্প্রতিক দিনে আমাদের অঞ্চলে পূর্ণাঙ্গ যুদ্ধ রোধে প্রচুর চেষ্টা করেছি। তবে আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমাদের জনগণ এবং স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমাদের কোনও সীমারেখা নেই।"
মার্কিন যুক্তরাষ্ট্র এ উত্তেজনা কমানোর পক্ষপাতী হলেও সমালোচকরা মন্তব্য করে বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলকে ব্যাপক সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে অন্তত ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় এবং বাইডেন প্রশাসন গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তাদের মিত্রের জন্য ১৪ বিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা অনুমোদন দিয়েছে।।
সম্প্রতি ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের সম্প্রসারণ নিয়ে উদ্বেগ বাড়লেও, গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে ইসরায়েলে অস্ত্র না পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছে বাইডেন প্রশাসন ।
আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলে ঠাড সিস্টেম পাঠানোর ঘোষণা "অবশ্যই" আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করবে।
ইসরায়েল ইতোমধ্যে রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য তিনটি একীভূত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে থাড ব্যবস্থা ইসরায়েলে স্থাপন করতে যাচ্ছে, তা অন্যান্য সিস্টেমের তুলনায় বেশি পাল্লার এবং এটি আগের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর থেকে উন্নত বলে আল জাজিরার প্রতিবেদন জানানো হয়েছে।
রোববার পেন্টাগন জানিয়েছে, এর আগে ২০১৯ সালে প্রশিক্ষণ এবং একটি বিমান প্রতিরক্ষা অনুশীলনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে একটি থাড ব্যাটারি মোতায়েন করেছিল।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর বাইডেন "মার্কিন সৈন্য এবং অঞ্চলের স্বার্থ রক্ষার জন্য" মধ্যপ্রাচ্যে একটি থাড ব্যবস্থা পাঠানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।