চীন, রাশিয়া ও ইরানের মার্কিন ডেটায় প্রবেশাধিকার বন্ধে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
মার্কিন বিচার বিভাগ সোমবার (২১ অক্টোবর) নতুন নিয়ম ঘোষণা করেছে যাতে চীন, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো মার্কিন সরকারের তথ্য বা আমেরিকানদের ব্যক্তিগত ডেটায় সহজে প্রবেশাধিকার না পায়।
এই নিয়মের আওতায় কিছু ব্যবসায়িক লেনদেন সীমিত করা হয়েছে, যাতে বিদেশি দেশগুলো আর্থিক, স্বাস্থ্য-সম্পর্কিত বা জিনগত ডেটা ব্যবহার করে সাইবার আক্রমণ, গুপ্তচরবৃত্তি বা ব্ল্যাকমেইল করতে না পারে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই বছরের শুরুতে জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে এই প্রস্তাব আনা হয়েছে। নিয়মগুলো ভেনেজুয়েলা, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর জন্যও প্রযোজ্য হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের হাতে আমেরিকানদের ডেটা যাওয়ার পথ বন্ধ করার চেষ্টা করছে, বিশেষত বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে।
২০১৮ সালে মার্কিন নিরাপত্তা প্যানেল চীনের অ্যান্ট ফিন্যান্সিয়ালের [চীনের আলিবাবা গ্রুপের একটি অনুমোদিত প্রতিষ্ঠান] অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান মানিগ্রাম ইন্টারন্যাশনাল কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কারণ এতে মার্কিন নাগরিকদের শনাক্তযোগ্য ডেটার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল।
নতুন নিয়ম অনুযায়ী, ডেটা ব্রোকারদের [দালাল] সঙ্গে লেনদেন নিষিদ্ধ হবে যদি তারা জানে, এসব ডেটা "উদ্বেগ আছে এমন দেশ"-এর কাছে পৌঁছাতে পারে। এছাড়াও, মার্কিন সরকারের কর্মীদের সঙ্গে সম্পর্কিত কোনো ডেটা স্থানান্তর করাও নিষিদ্ধ করা হবে।
সোমবারের প্রস্তাবে প্রথমবারের মতো ডেটার নির্দিষ্ট ধরণ ও পরিমাণ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১০০ জনের বেশি আমেরিকানের জিনগত ডেটা বা ১০ হাজার জনের বেশি ব্যক্তির স্বাস্থ্য ও আর্থিক ডেটা। এছাড়া, ১ হাজারের বেশি মার্কিন যন্ত্রের সঠিক অবস্থান সংক্রান্ত ডেটা স্থানান্তর করাও নিষিদ্ধ হবে।
এই নিয়মের অধীনে বিচার বিভাগ অপরাধমূলক এবং নাগরিক জরিমানা আরোপের মাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কর্মকর্তারা জানিয়েছেন, চীনা অ্যাপ টিকটকও এই প্রস্তাবের আওতায় পড়তে পারে যদি তারা মার্কিন ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চীনা প্রতিষ্ঠানের কাছে পাঠায়।