হিজবুল্লাহর নতুন প্রধান কে এই শেখ নাঈম কাসেম?
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত দলটির প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হিসেবে উপ-প্রধান নাঈম কাসেমকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দলটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, দলপ্রধান নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী তাদের শুরা কাউন্সিল ৭১ বছর বয়সী কাসেমকে নির্বাচিত করেছে।
১৯৯১ সালে হিজবুল্লাহর তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি তাকে হিজবুল্লাহর উপ-প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এর পরের বছরই মুসাভি ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন।
নাসরুল্লাহ নেতা হওয়ার পরেও কাসেম তার পদে বহাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম শীর্ষস্থানীয় মুখপাত্র তিনি।
২০২৩ সাল থেকে ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাত বাড়ার সময় থেকে তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাত্কারের বিষয়টি পরিচালনা করতেন।
গত ২৭ সেপ্টেম্বর নাসরুল্লাহ নিহত হন এবং এক সপ্তাহ পর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা হাশেম সাফিয়েদ্দিন নিহত হন।
নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে কাসেম টেলিভিশনে তিনটি ভাষণ দিয়েছেন। এর মধ্যে ৮ অক্টোবরের ভাষণে তিনি বলেছিলেন, লেবাননে জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে হিজবুল্লাহ।
গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে তিনিই প্রথম টেলিভিশনে ভাষণ দেন।
৩০ সেপ্টেম্বর কাসেম জানান, হিজবুল্লাহ 'যত তাড়াতাড়ি সম্ভব' নিহত দল প্রধানের উত্তরসূরি বেছে নেবে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, 'আমরা যা করছি তা ন্যূনতম ... আমরা জানি এই লড়াই দীর্ঘ হতে পারে।'
১৯৫৩ সালে লেবাননের দক্ষিণে বৈরুতের একটি পরিবারে জন্মগ্রহণ করেন কাসেম। তার রাজনৈতিক সক্রিয়তা শুরু হয় লেবাননের শিয়া আমাল মুভমেন্ট-এর মাধ্যমে।
১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের প্রেক্ষাপটে তিনি এই দল ত্যাগ করেন।
কাসেম ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের সমর্থনে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ গঠনের উদ্দেশে করা বৈঠকে অংশ নিয়েছিলেন।
১৯৯২ সালে দলটি প্রথম নির্বাচনের সময় থেকে তিনি হিজবুল্লাহর সংসদীয় নির্বাচনী প্রচারণার সাধারণ সমন্বয়কারী ছিলেন।
২০০৫ সালে তিনি হিজবুল্লাহর ইতিহাস নিয়ে একটি বই লিখেছেন।
নাসরুল্লাহ ও সাফিয়েদ্দিনের মতো মাথায় কালো পাগড়ি পরেন না কাসেম, তিনি সাদা পাগড়ি পরেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি