টেসলার প্রতিদ্বন্দ্বী রিভিয়ানের সাথে ৫.৮ বিলিয়ন ডলারের চুক্তি করল ভক্সওয়াগেন
সম্প্রতি বিশ্বের বৃহৎ জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন ও টেসলার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক গাড়ি নির্মাতা রিভিয়ান যৌথ উদ্যোগে বিনিয়োগ করবে। সেক্ষেত্রে কোম্পানি দুটি ৫.৮ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে। খবর বিবিসির।
বৈদ্যুতিক যানবাহনের বিশ্বজুড়ে ক্রমশ চাহিদা কমছে। সেক্ষেত্রে চুক্তিটি এই কঠিন প্রতিযোগিতার মুখে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভক্সওয়াগেন ও রিভিয়ান চলতি বছরের শুরুতে তাদের যৌথ উদ্যোগের ঘোষণা করে। সেক্ষেত্রে সম্প্রতি এটি ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫.৮ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।
চুক্তিটির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ইলেকট্রিক গাড়ির প্রযুক্তি নিজেদের মধ্যে বিনিময় করবে। এর ফলে চুক্তির ঘোষণার পরপরই রিভিয়ানের শেয়ারের মূল্য ৯% এরও বেশি বেড়ে যায়।
চুক্তির মাধ্যমে রিভিয়ান নিজেদের নতুন 'আর২' মডেলের গাড়িটির উৎপাদন প্রক্রিয়ার জন্য বিনিয়োগের একটি নির্ভরযোগ্য উৎস পেয়েছ। মডেলটি আগামী বছরে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভক্সওয়াগনও রিভিয়ানের প্রযুক্তি ব্যবহার করে নতুন মডেল গাড়ি তৈরি করবে। যা ২০২৭ সাল নাগাদ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
ভক্সওয়াগেন ও রিভিয়ান বর্তমানে খরচ কমানোর জন্য বেশ চেষ্টা করছে। কারণ তারা ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও ইলেকট্রিক যানবাহনের চাহিদার কমতির কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।