মালয়েশিয়ায় ভুয়া প্রকল্প দেখিয়ে শ্রমিক কোটা আবেদন, 'ডাতুক' খেতাবধারী বাংলাদেশি গ্রেপ্তার
শ্রমিক কোটা সুবিধা জালিয়াতির অভিযোগে 'ডাতুক' খেতাবধারী একজন বাংলাদেশি পরিচালককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর এমএসিসির পরিচালক আলিয়াস সলিম। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
২০২৩ সালে মালয়েশিয়া সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার আবেদন করেছিলেন ৪০ বছর বয়সি ওই বাংলাদেশি।
আবেদনপত্রে দুটি প্রকল্পের কথা উল্লেখ করে বিনা কর সুবিধায় ৬০০ জন বিদেশি শ্রমিককে নিয়ে আসার অনুমতি চেয়েছিলেন। সেক্ষেত্রে আবেদন গৃহীত হলে সর্বোচ্চ সাড়ে ৬ লাখ রিঙ্গিত কর মওকুফ হতো তার।
তবে পরবর্তী অনুসন্ধানে মালয়েশিয়া অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) জানতে পারে, এই দুটি প্রকল্প আসলে ভুয়া, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
এরপর এমএসিসি অফিসে বিবৃতি দেওয়ার জন্য উপস্থিত হওয়ার পর গ্রেপ্তার হন তিনি। ১৭ নভেম্বর পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছে মালয়েশিয়ার আদালত।
উল্লেখ্য, মালয়েশিয়ায় ধনী, অভিজাত ও বিনিয়োগকারীদের মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানজনক 'ডাতুক' পদবি দেওয়া হয়।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন