মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
কিংবদন্তী বক্সার মাইক টাইসনকে হারিয়ে ইতিহাস গড়েছেন তরুণ তুর্কি বক্সার জ্যাক পল।
শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ৫৮ বছর বয়সী টাইসনের সঙ্গে লড়াইয়ে তাকে পরাস্ত করেন ২৭ বছর বয়সী জ্যাক পল।
টাইসনকে হারানোর পর থেকে গুঞ্জন উঠেছে যে ম্যাচ শেষে কে কত টাকা পেলেন। এ নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। তবে কে কত টাকা পেয়েছেন, সেটি কেউই স্পষ্ট করে জানাতে পারেনি।
ম্যাচটি সরাসরি নেটফ্লিক্সেও দেখানো হয়। সেই নেটফ্লিক্সও অবশ্য এ বিষয়ে কিছু বলেনি।
তবে সম্প্রতি বড় বড় কিছু ম্যাচের খেলোয়াড়দের দেওয়া অর্থের পরিমাণ বিবেচনা করে বক্সিং বিশেষজ্ঞরা বলছেন, জ্যাক পল এ লড়াই থেকে কম করে হলেও ৪০ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন।
অবশ্য ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে জ্যাক পল বলেছিলেন, ৪০ মিলিয়ন ডলারের লক্ষ্য নিয়েই খেলায় নামবেন তিনি।
অন্যদিকে টাইসনের বন্ধু হেনরি সেজুডো জানিয়েছেন, এ লড়াই থেকে টাইসন পেয়েছেন ২০ মিলিয়ন ডলার।