ট্রাম্পের সিগনেচার নাচের মাধ্যমে উদ্যাপন করছেন বিভিন্ন ক্রীড়াবিদ
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার শরীর দোলানো তথা নাচ বিভিন্ন অঙ্গনের পেশাদার খেলোয়াড়দের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
সোমবার দেশটির জাতীয় ফুটবল লিগের অন্তত পাঁচজন ক্রীড়াবিদ 'ডোনাল্ড ট্রাম্প ডান্স' তথা ট্রাম্পের সিগনেচার স্টাইলে নেচেছেন।
এর আগে, রবিবার রাতে তৃতীয় রাউন্ডে স্টিপ মিওসিককে নকআউট করার পর বর্তমান আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)-এর চ্যাম্পিয়ন হেভিওয়েট জন জোন্সও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
সেলিব্রেশনের সময় মাস্টার জোন্স তার কোমর দুলিয়েছেন এবং কোমর দোলানোর তালে তালে তার হাতের মুষ্টি দুলিয়েছেন — এই দুটি ভঙ্গিই ট্রাম্পের নাচের বিশেষত্ব।
এরপর জোন্স ট্রাম্পের দিকে আঙুল ইশারা করেন। ট্রাম্প এসময় নিউ ইয়র্কে ফাইটে উপস্থিত ছিলেন এবং রিংসাইডে বসেছিলেন। দ্রুতই জোন্সের সেলিব্রেশনের ভিডিওটি তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প।
সম্প্রতি ট্রাম্পকে ইউএফসি ফাইট এবং ফুটবলের বিভিন্ন ম্যাচে উপস্থিত থাকতে দেখা গেছে। এটিকে তরুণ পুরুষদের আকৃষ্ট করতে তার নির্বাচনী প্রচারণার অংশ বলেই ধারণা করা হচ্ছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে ট্রাম্পের চেয়ে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের প্রতি বড় বড় সেলিব্রেটিদের সমর্থন অনেক বেশি ছিল। তবে সে তুলনায় তিনি সাধারণ মানুষ এবং বিশিষ্ট অ্যাথলিটদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পান।
তবে, ৫ নভেম্বর তার বিজয়ের পর বহু প্রখ্যাত ব্যক্তি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জোন্স এবং এনএফএল খেলোয়াড়দের সমর্থন।
কনুই বাঁকিয়ে এবং ঘুসি ঠেকানোর মতো করে হাত মুঠো করে ট্রাম্পকে বিভিন্ন সময় নাচতে দেখা গেছে। তার এই নাচ দেখে ২০০৩ সালের সিনেমা 'ওল্ড স্কুল'-এ উইল ফেরেল অভিনীত ফ্র্যাঙ্ক দ্য ট্যাঙ্কের স্মৃতি মনে জাগে।
একইভাবে সোমবার যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) একটি ম্যাচে মায়ামি ডলফিনের বিরুদ্ধে খেলতে নেমে এভাবে নেচে সেলিব্রেশন করেছেন ব্রক বোয়ার্সসহ লাস ভেগাস রাইডার্সের কয়েকজন তারকা খেলোয়াড়।
ব্রক বোয়ার্স নিজেদের রবিবারের নাচ সম্পর্কে সাংবাদিকদের বলেন, 'এটা [ট্রাম্পের নাচ] দেখে আমার কাছে বেশ কুল মনে হয়েছিল।'
তবে ক্রীড়াবিদদের এসব কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
তারা এ কাজকে প্রকাশ্যে ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ করা বলে মনে করছেন।
অন্যদিকে, কেউ কেউ আবার এ কাজের মধ্যদিয়ে ক্রীড়াবিদেরা কোনো ভুল করেছেন বলে মনে করছেন না।
তাদের দাবি, এর আগেও এনএফএল 'ব্ল্যাক লাইভস ম্যাটার'-এর প্রতি সমর্থন প্রকাশ করেছিল।
বহু বছর ধরে ট্রাম্পের এই আলোচিত নাচ তার নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। গত অক্টোবরেও টাউন হলে প্রচারণার সময় ট্রাম্প তার প্রিয় গানগুলোর সঙ্গে এভাবে নাচেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি