কপ২৯ সম্মেলনে যে কারণে তালেবান প্রতিনিধি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে
আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে (কপ২৯) আফগানিস্তানের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ প্রতিনিধিদলে ছিলেন দেশটির পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থার প্রধান মুতুয়াল হক নবি খিল। সম্মেলনের এক ফাঁকে তার সঙ্গে কথা হয় বিবিসির এক প্রতিবেদকের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে প্রতিনিধি দলটির অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন নিয়ে তালেবান সরকারের উদ্বেগ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।
আফগানিস্তানে বিভিন্ন গুরুতর সমস্যার কারণে প্রতিনিধি দলটিকে সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। যদিও অনেকে দেশই এতে আপত্তি জানিয়েছিল।
এশিয়া মহাদেশের এই দেশটিকে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে দেখা হয়। সেইসঙ্গে এটি সর্বনিম্ন গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশগুলোরও একটি।
খিল বলেন, তালেবান প্রতিনিধি দলটি আফগানিস্তানের 'শিশু ও নারী-পুরুষসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য ঝুঁকিপূর্ণ মানুষের কণ্ঠস্বরকে উপস্থাপন করছে'।
তিনি আরও বলেন, তিনি আলোচনাকে 'স্বাভাবিক' করতে চান এবং 'ভবিষ্যতে পরিবেশগত প্রকল্পগুলো পুনরায় চালু করতে চান।
তালেবান সরকার আফগানিস্তানে জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোতে পুনরায় অনুদান শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোতে অর্থায়ন প্রত্যাহার করে নেওয়া হয়।