লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু
অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছাল ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
আজ বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টায় উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ঘোষণাটি লেবানন এবং বিশ্বের অন্যান্য দেশ স্বাগত জানিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বৈরুতে ও এর দক্ষিণ শহরতলিতে সবচেয়ে তীব্র হামলা চালানোর একদিন পর এ যুদ্ধবিরতিতে পৌঁছাল ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এ হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
জানা গেছে, এ যুদ্ধবিরতি প্রাথমিকভাবে দুই মাসের জন্য কার্যকর হয়েছে। এ সময়ে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তার সশস্ত্র উপস্থিতি বন্ধ রাখবে এবং ইসরায়েলি সৈন্যরাও তাদের অবস্থা থেকে নিজেদের সীমান্তে ফিরে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক প্যানেল এই যুদ্ধবিরতির বিষয়টি পর্যবেক্ষণ করবে।
তবে, হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে, তাহলে আবারও হামলা চালাবে বলে জানিয়েছে ইসরাইল।