নিলামে ৬.২ মিলিয়ন ডলারে কেনা কলা খেয়ে ফেললেন ক্রেতা
নিলামে ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে কেনা কলা খেয়ে ফেলেছেন এর ক্রেতা চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। গত সপ্তাহে সদেবিজ-এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়েছিল প্রায় ৭৫ কোটি টাকা।
কেনার পর সান কলাটি খেয়ে ফেলবেন বলেও জানিয়েছিলেন। কলাটি খেয়ে নিজের কথা রাখলেন তিনি। সান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার পর তিনি বলেন, 'এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো'।
তিনি আরও বলেন, 'সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে।'
এই কলা শিল্পকর্মটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম 'কমেডিয়ান'। এই শিল্পের স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়।
এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি।
নিলামের আগের দিন ম্যানহাটনের আপার ইস্ট সাইডের একটি ফলের দোকান থেকে ৩৫ সেন্টে কলাটি কেনা হয়েছিল। ওই দোকানটি চালাচ্ছিলেন একজন বাংলাদেশি। তিনি জানতেনও না যে তার দোকানের একটি কলা কয়েক হাজার গুণ বেশি দামে বিক্রি হতে যাচ্ছে।
মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন। পরে তিনি এক বিবৃতিতে বলেন, 'আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে চাই।'