ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের সমর্থনে ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেন্ট্রাল লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) কর্তৃক আয়োজিত এই বিক্ষোভটি গতকাল (শনিবার) পার্ক লেন থেকে শুরু হয়ে পার্লামেন্টের নিকটবর্তী গিয়ে শেষ হয়। খবর বিবিসির।
একইসাথে ইসরায়েলপন্থি 'স্টপ দ্য হেইট' গ্রুপের পাল্টা আরেকটি বিক্ষোভও লন্ডনে দেখা যায়। সেক্ষেত্রে সংঘর্ষের ঝুঁকিতে ও বড়দিনের আগে কেনাকাটার ব্যস্ততম সময়ে সকলের নিরাপত্তার কথা চিন্তা করে বিক্ষোভরত স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে একটি অনুস্মারক জারি করেছে। যেখানে হামাস কিংবা হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রকাশকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। কেননা উভয়ই যুক্তরাজ্যে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন।
পুলিশ কর্মকর্তারা জানান, হামাস কিংবা হিজবুল্লাহর পক্ষে স্লোগান দেওয়া কিংবা তাদের পতাকা বা চিহ্ন ব্যবহার নিষিদ্ধ। এই গোষ্ঠীগুলির পক্ষে সমর্থন প্রকাশ অপরাধ হিসাবে গণ্য হবে।
স্কটল্যান্ড ইয়ার্ডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জন স্যাভেল বিক্ষোভটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি জানান, বিক্ষোভ করার অধিকারের সাথে সাথে অন্যের চলাচলে যাতে বিঘ্ন না হয় সেটিও খেয়াল রাখা হচ্ছে।
জন স্যাভেল বলেন, "অনেক লোক ব্ল্যাক ফ্রাইডের সময় কেনাকাটা করে এবং এই উৎসবকালীন সময়ের আগে রাজধানীতে আসে। যার মধ্যে হাইড পার্কের উইন্টার ওয়ান্ডারল্যান্ড অন্যতম; যা বিক্ষোভরত স্থানের কাছাকাছি।"
গত বছরের ২৩ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৪৪ হাজার জন নিহত এবং প্রায় ১ লাখ ৪ হাজার জন আহত হয়েছে। যুদ্ধটি শুরুর পর পিএসসি-এর তথ্যমতে লন্ডনে ২২তম বারের মতো ফিলিস্তিনে পক্ষে বিক্ষোভ আয়োজিত হল।
এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান। সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ কথা জানিয়েছেন।
এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি বলেন, "হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন। আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে।"
লিন্ডসে গ্রাহাম আরও বলেন, "তিনি (ট্রাম্প) এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে, জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান। যুদ্ধ বন্ধ চান।"
ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান—এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম।
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে আবেদন করেছে ইসরাইল। তেল আবিবের অনুরোধ, আপিলের ফলাফল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যাতে স্থগিত রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এবং সে দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান