হান্টার বাইডেনের ক্ষমা মার্কিন আইনি ব্যবস্থার পুনর্লিখন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে অস্ত্র এবং ট্যাক্স সংক্রান্ত অপরাধের সাজা ঘোষণার এক সপ্তাহ আগেই নিঃশর্ত ক্ষমা করেছেন। এর আগে বাইডেন বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না।
হান্টার বাইডেন চলতি বছরের ১১ জুন অবৈধভাবে অস্ত্র কেনা, কমপক্ষে ১.৪ মিলিয়ন ডলার ট্যাক্স ফাঁকি দেওয়া এবং মাদক গ্রহণ বিষয়ে মিথ্যা কথা বলার জন্য ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হন। ডেলাওয়্যারের উইলমিংটনের ফেডারেল আদালতের ১২ সদস্যবিশিষ্ট জুরি হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা ৩টি অভিযোগেই তার দোষ খুঁজে পান।
হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বাইডেন বলেন, "হান্টারকে ভাঙার চেষ্টা করা হয়েছে। বারবার আক্রমণ এবং একচোখা বিচার ব্যবস্থার মাঝেও সে সাড়ে পাঁচবছর ধরে মদ্যপান থেকে নিজেকে বিরত রেখেছে।"
তিনি বলেন, "হান্টারকে ভাঙার চেষ্টা করতে গিয়ে, তারা আমাকে ভাঙার চেষ্টা করেছে এবং এটি থামার কোনো কারণ নেই। এবার যথেষ্ট হয়েছে।"
প্রেসিডেন্ট বাইডেনের এই ব্যাখ্যার সাথে নন-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন বিচারব্যবস্থা নিয়ে করা বিভিন্ন মন্তব্যের মিল থাকতে পারে।
২০২১ সালে হোয়াইট হাউজ ছাড়ার সময় ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী এবং সমর্থকদের জন্য ক্ষমা ঘোষণা করেছিলেন। তাদের অনেকেই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন অপরাধমূলক তদন্তের শিকার হয়েছিলেন।
এই কাজটির মাধ্যমে ট্রাম্প সাধারণভাবে হোয়াইট হাউজের ক্ষমা করার নিয়মগুলো উপেক্ষা করেছিলেন। যদিও সে সময় তার এই পদক্ষেপের সমালোচনা হয়েছিল, তাতে তেমন কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া হয়নি।
তবে সম্প্রতি বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করার মাধ্যমে তার পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন এবং এর জন্য তিনি কঠোরভাবে সমালোচিত হতে পারেন। কিছু ডেমোক্র্যাটিক নেতারাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। কোলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেন, তিনি "হতাশ" এবং এটি বাইডেনের খ্যাতি "নষ্ট" করবে।
তবে বাইডেনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার পথে তার এই পদক্ষেপ নিয়ে কোনো বড় রাজনৈতিক প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। সামগ্রিকভাবে বাইডেনের নিজের ছেলেকে ক্ষমা করার সিদ্ধান্ত মার্কিন আইনি ব্যবস্থার নিয়মে মৌলিকভাবে পরিবর্তন এনেছে এবং এটি ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা করার প্রক্রিয়া এবং নিয়মাবলিতে স্বভাবতই পরিবর্তন এসেছে এবং সম্ভবত তা স্থায়ীভাবেই এসেছে। এখন, যেকোনো পক্ষ থেকেই অভিযোগ করা কঠিন হতে পারে।
বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার খবরের পর এই পরিস্থিতিতে ট্রাম্প শিবিরও প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিচারব্যবস্থার পুনর্গঠন করবেন এবং অভিযুক্ত সহযোগীদের জন্য ক্ষমা প্রদান করবেন; বিশেষ করে ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলের দাঙ্গায় জড়িত তার সমর্থকদের জন্য।