সামরিক আইন সংকটে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং হুয়েন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৌদি আরবে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চোই বিয়ং-হিউককে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহাপ জানায়, নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই একজন প্রাক্তন সেনা জেনারেল এবং প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, কিম প্রেসিডেন্ট ইউনকে গত মঙ্গলবার রাতের সামরিক আইন ঘোষণার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক প্রতিবাদ এবং সংসদ সদস্যদের তীব্র বিরোধিতা ও ভোটাভুটির পর তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।
সামরিক আইন আরোপের প্রচেষ্টার বিরুদ্ধে জনরোষ এবং বিরোধী দলের সমালোচনার মধ্যে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার সংসদ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছে।
প্রেসিডেন্ট ইউনের প্রধান কর্মকর্তা চাং জিন-সুক বলেছেন, চোই নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উপযুক্ত প্রার্থী, কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল এবং ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মিলিত বাহিনী কমান্ডের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, চোই এমন একজন প্রতিরক্ষা মন্ত্রী হবেন—যিনি 'দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মিত্রতার ভিত্তিতে শক্তিশালী প্রস্তুতি বজায় রাখতে সহায়তা করবেন'।