স্ত্রীকে বাঁচাতে কানাডায় মেরু ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়লেন স্বামী
স্ত্রীকে বাঁচাতে জীবন বাজি রেখে মেরু ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়েন এক সাহসী স্বামী। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করেন তিনি। ঘটনাটি ঘটেছে কানাডার দূর উত্তরের অন্টারিওর ফোর্ট সেভার্ন ফার্স্ট নেশন এলাকায়।
বিবিসির খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি গুরুতর আহত হলেও তার স্ত্রী সম্পূর্ণ অক্ষত রয়েছেন। নিশনাবি আসকি পুলিশ সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ওই দম্পতি তাদের কুকুর খুঁজতে ঘর থেকে বের হন। এ সময় বাড়ির সামনে থাকা একটি ভালুক হঠাৎ নারীর দিকে তেড়ে আসে।
পুলিশ জানায়, স্ত্রী পড়ে গেলে স্বামী ভালুকের ওপর ঝাঁপ দেন। ভালুকটি তাকে আক্রমণ করে, ফলে তার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। তবে তার জীবন বিপন্ন নয়।
প্রতিবেশী একজন বন্দুক নিয়ে এসে ভালুকটিকে গুলি করে। ভালুকটি জঙ্গলে পালিয়ে যায় এবং পরে মারা যায়। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ আরও জানিয়েছে, এলাকায় আর কোনও ভালুক আছে কিনা তা নিশ্চিত করতে তারা টহল চালাচ্ছে।
মেরু ভালুক বিশেষজ্ঞ অ্যালিসা ম্যাককল বলেন, ভালুক সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না। তবে খাবারের অভাব, অসুস্থতা বা জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ার মতো পরিস্থিতি তাদের মানুষের কাছাকাছি নিয়ে আসতে পারে।
তিনি বলেন, মেরু ভালুকের আক্রমণে পড়লে আত্মসমর্পণের ভান না করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই ভালো।