ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজ চালু থাকবে: রুশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস সিস্টেমের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন এক রুশ কর্মকর্তা। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ খবর নিশ্চিত করেছে।
ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেন, ব্রিকস সদস্য দেশগুলো যদি নতুন মুদ্রা তৈরি বা ডলারের বিকল্প তৈরি করার প্রচেষ্টা চালায়, তবে তাদের পণ্যের ওপর শতভাগ আমদানি শুল্ক আরোপ করা হবে।
তবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার পাংকিন আরআইএ-কে জানিয়েছেন, ব্রিকস কোনো নতুন আন্তর্জাতিক মুদ্রা তৈরির চেষ্টা করছে না। বরং তারা একটি মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থার ওপর কাজ করছে।
পরিকল্পিত ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "অবশ্যই এ কাজ চলতে থাকবে।"