চিকিৎসা ভিসাধারী বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করল ত্রিপুরার হোটেলগুলো
অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন চিকিৎসা ভিসাধারী বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে। এখন থেকে বাংলাদেশিরা ত্রিপুরা রাজ্যে আবাসন ও অন্যান্য পরিষেবা পেতে কোনো বাধার মুখোমুখি হবেন না।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়ার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক ঘোষণায় এ পরিবর্তন আনা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'চিকিৎসা ভিসায় আসা বাংলাদেশি ভ্রমণকারীদের সব ধরনের পরিষেবা দেওয়া হবে। আর বাংলাদেশি অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।'
এর আগে, ২ ডিসেম্বর ত্রিপুরার হোটেল মালিকদের এ সমিতি জানায়, প্রতিবেশী দেশে [বাংলাদেশ] ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদে তাদের সদস্যরা বাংলাদেশি নাগরিকদের সেবা বন্ধ রাখবে।
ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার আগের দিন অভিযোগ করেন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগরতলা থেকে কলকাতাগামী একটি বাসে হামলার ঘটনা ঘটেছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, 'শনিবার [৩০ নভেম্বর] ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতাগামী একটি বাসে হামলার খবর পেয়েছি। আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করছি।'