ভারত-রাশিয়া তেল চুক্তি: রিলায়েন্সকে দৈনিক ৫ লাখ ব্যারেল তেল সরবরাহ করবে রোসনেফট
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট ভারতের বেসরকারি তেল পরিশোধনকারী রিলায়েন্সকে দৈনিক ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে বলে রয়টার্সকে জানিয়েছে তিনটি সূত্র। এটিই এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি তেল সরবরাহ চুক্তি।
১০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় বৈশ্বিক সরবরাহের প্রায় ০.৫ শতাংশ জ্বালানি তেল সরবরাহ করা হবে রিলায়েন্সকে। বর্তমান বাজারদর অনুসারে এ পরিমাণ তেলের বার্ষিক মূল্য হবে প্রায় ১৩ বিলিয়ন ডলার। ইউক্রেনে হামলার কারণে বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন রাশিয়া। এই প্রেক্ষাপটে চুক্তিটি ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি সম্পর্ক আরও দৃঢ় করবে।
চুক্তির বিষয়ে রয়টার্সের তরফ থেকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি রোসনেফট।
রিলায়েন্স জানিয়েছে, তারা রাশিয়াসহ আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে কাজ করে। চুক্তিগুলো বাজার পরিস্থিতির ভিত্তিতে করা হয়। তবে বাণিজ্যিক বিষয়ে গোপনীয়তার কারণে এর বেশি কিছু বলতে রাজি হয়নি কোম্পানিটি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর মস্কো ও কিয়েভকে যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার ঘোষণার প্রেক্ষাপটে চুক্তি হয়েছে।
ভারতের মোট জ্বালানি আমদানির এক-তৃতীয়াংশেরও বেশি হয়ে থাকে রাশিয়া থেকে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিলে রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক হয়ে ওঠে ভারত।
রাশিয়ার তেলের ওপর ভারতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় ভারতীয় পরিশোধনাগারগুলো তুলনামূলক সস্তা দামে তেল আমদানির সুযোগ নিচ্ছে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল প্রতিদ্বন্দ্বী গ্রেডগুলোর তুলনায় ব্যারেলে অন্তত ৩ থেকে ৪ ডলার কম দামে কেনা যাচ্ছে।
ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারীরা। রিলায়েন্স-রোসনেফটের এই চুক্তি সৌদি আরবসহ অন্যান্য প্রতিযোগীদের জন্য আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল জ্বালানি বাজারগুলোর একটি হওয়ায় এ বাজারে তেল সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা তীব্র। জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক চীনের প্রবৃদ্ধি মন্থর হওয়ায় আন্তর্জাতিক চাহিদার চালিকাশক্তি হিসেবে ভারতের গুরুত্ব ক্রমেই বাড়ছে।
রোসনেফট ও রিলায়েন্সের মধ্যে হওয়া চুক্তির আওতায়, রোসনেফট প্রতি মাসে কয়েকটি গ্রেডের অপরিশোধিত তেলের ২০-২১টি আফ্রাম্যাক্স-সাইজের কার্গো (প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ মেট্রিক টন) এবং প্রায় ১ লাখ টন করে তিনটি জ্বালানি তেলের কার্গো সরবরাহ করবে বলে জানিয়েছে তিনটি সূত্র।
এই চালানগুলো গুজরাট রাজ্যের জামনগরে অবস্থিত রিলায়েন্সের পরিশোধনাগার কমপ্লেক্সে সরবরাহ করা হবে।
দুটি সূত্র জানিয়েছে, রিলায়েন্স ও রোসনেফট প্রতি বছর তেলের বাজার পরিস্থিতি বিবেচনা করে দাম ও সরবরাহের পরিমাণ পর্যালোচনা করবে।
২০২৪ সালে রোসনেফট থেকে মাসে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কেনার চুক্তি ছিল রিলায়েন্সের। রোসনেফট নিয়মিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে রিলায়েন্সকে তেল সরবরাহ করেছে।
নতুন চুক্তির মাধ্যমে রোসনেফটের সমুদ্রপথে রপ্তানি করা তেলের প্রায় অর্ধেকই রিলায়েন্সকে সরবরাহ করা হবে।
জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রিলায়েন্স প্রতিদিন গড়ে ৪ লাখ ৫ হাজার ব্যারেল রুশ তেল আমদানি করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির রুশ তেল আমদানির দৈনিক গড় পরিমাণ ছিল ৩ লাখা ৮৮ হাজার ৫০০ ব্যারেল।
নভেম্বরে রোসনেফটের বোর্ড সভায় রোসনেফট ও রিলায়েন্সের মধ্যে নতুন চুক্তিটি আলোচনা ও অনুমোদন করা হয় বলে জানিয়েছে দুটি সূত্র।
জানুয়ারি থেকে সরবরাহ শুরু হবে। আগামী ১০ বছর এ সরবরাহ অব্যাহত থাকবে। এছাড়া সরবরাহের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর সুযোগ খোলা থাকবে বলে জানিয়েছে তিনটি সূত্র।
রোসনেফটের সিংহভাগ সরবরাহ হবে মাঝারি সালফারযুক্ত এবং ডিজেলসমৃদ্ধ রুশ ইউরালস তেল। এ তেল ভারতীয় পরিশোধনাগারগুলোতে সবচেয়ে জনপ্রিয়। দুবাই-মূল্যের চেয়ে ব্যারেলে ৩ ডলার কম দামে এ তেল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুটি সূত্র।