কুর্দি যোদ্ধাদের সিরিয়া থেকে বিতাড়িত করা হবে বলে মনে করে তুরস্ক
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, সিরিয়ার নতুন শাসকরা, বিশেষ করে আঙ্কারা সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) তারা উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি ওয়াইপিজে যোদ্ধাদের সমস্ত দখলকৃত এলাকা থেকে তাড়িয়ে দেবে বলে মনে করে তুরস্ক।
তুরস্ক সিরীয় ওয়াইপিজে-কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা হিসেবে দেখে। তারা ৪০ বছর ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। আঙ্কারা, ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে।
ওয়াইপিজে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস-এর (এসডিএফ) নেতৃত্ব দেয়। এই জোট যুক্তরাষ্ট্রের সমর্থন পায় এবং উত্তর-পূর্ব সিরিয়ার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।
দুই সপ্তাহ আগে সিরিয়ার শাসক বাশার আল-আসাদের পতনের পর, তুরস্ক ও সিরিয়ার সমর্থিত গ্রুপগুলো এসডিএফ-র বিরুদ্ধে লড়াই করছে এবং মানবিজ শহরটি দখল করেছে।
সামরিক কমান্ডারদের সাথে সিরিয়া সীমান্তে তুর্কি সেনাদের পরিদর্শনকালে ইয়াসার গুলার বলেন, "আমরা বিশ্বাস করি সিরিয়ার নতুন নেতৃত্ব এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি, যেটি এই বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, তারা সিরিয়ার জনগণের সঙ্গে মিলে সন্ত্রাসী সংগঠনগুলোর দখল করা সব এলাকা মুক্ত করবে।"
তিনি মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, "আমরা আমাদের সীমান্তের বাইরে থাকা সন্ত্রাসী উপাদানগুলো পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত, একই সংকল্পে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"
আঙ্কারা সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিচ্ছিন্ন করতে এবং ওয়াশিংটনের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনী সিরিয়াতে ২ হাজার সৈন্য অবস্থান করার বিষয়টি স্বীকার করেছে। তবে পূর্বে সৈন্য সংখ্যা এর অর্ধেক থাকার কথা জানিয়েছিল তারা।
শনিবার (২১ ডিসেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সিরিয়ার নতুন প্রশাসন তাদের উদ্বেগ মোকাবেলা করতে ব্যর্থ হলে তুরস্ক "যে কোনো উপায়ে" তার নিরাপত্তা নিশ্চিত করবে।