রহস্যময় প্রাণী বিগফুটের সন্ধানে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে সাসকোয়াচের [সাধারণত বিগফুট নামে পরিচিত] সন্ধানে যাওয়া দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজনেই পোর্টল্যান্ডের ওরিগনের বাসিন্দা।
তাদের পরিবারের সদস্যরা জানায়,তারা গিফোর্ড পিনচট ন্যাশনাল ফরেস্টে সাসকোয়াচের প্রমাণ খুঁজতে গিয়েছিলেন এবং ফিরে আসেননি। এর পর তাদের খুঁজতে তিন দিনের অনুসন্ধান চালানো হয়।
অনুসন্ধানে ৬০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বিমান ও কুকুর নিয়ে ঘন বনভূমি এবং তীব্র শীতল আবহাওয়ায় তাদের খোঁজ করেন বলে জানিয়েছে স্কামানিয়া কাউন্টি শেরিফ অফিস।
তাদের মতে, "দুই জনের মৃত্যুই সম্ভবত তীব্র শীত এবং অপ্রস্তুত থাকার কারণে হয়েছে।" তবে, সরকারি কর্মকর্তারা ৩৭ এবং ৫৯ বছর বয়সী নিহত দুই পুরুষের নাম প্রকাশ করেননি।
শেরিফের অফিস জানিয়েছে, উইলর্ড শহরের কাছে তাদের গাড়ি পাওয়া যায়। এরপর, ওই অঞ্চলে পুনরায় অনুসন্ধান চালানো হয়। ড্রোন ব্যবহার করা হয় এবং কোস্ট গার্ড হেলিকপ্টার টিমও সাহায্য করতে আসে।
ক্যাসকেড পর্বতের আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। অনুসন্ধানের আগে এবং অনুসন্ধান চলাকালীন সময়ে তুষারপাত, বরফের বৃষ্টিসহ তাপমাত্রা শূন্যের নিচে ছিল।
বিবিগফুট বা সাসকোয়াচ একটি রহস্যময় প্রাণী। এটি বিশেষত উত্তর আমেরিকার বনাঞ্চলে বাস করে বলে শোনা যায়। এটিকে সাধারণত একটি বিশাল আকৃতির লম্বা, লোমশ ও দুই পায়ের প্রাণী হিসেবে বর্ণনা করা হয়। অনেকের বিশ্বাস, এটি প্রাচীন মানুষের মতো দেখতে একটি প্রজাতি, যা দূরবর্তী এবং দুর্গম অঞ্চলে বাস করে।
প্যাসিফিক নর্থওয়েস্ট এবং পশ্চিম কানাডায় বহুবার সাসকোয়াচের দেখা পাওয়ার কথা শোনা যায়। এই নিয়ে বহুবার রিপোর্টও করা হয়েছে। তবে এটি মূলত ক্রিপটিড, অর্থাৎ যে প্রাণীর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে বা এদের বেঁচে থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বহুবার সাসকোয়াচের সন্ধান পাওয়ার খবর আসার কারণে কিছু এলাকা এটিকে "রক্ষায়" ব্যবস্থা নিয়েছে। স্কামানিয়া কাউন্টিতে সাসকোয়াচের "ক্ষতি" করলে এক বছরের জেল অথবা ১ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।