লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। হামলার সাথে জড়িত কারও নাম উল্লেখ না করলেও পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর নয়।
পুলিশ জানায়, ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। এটি বুধবার (১ জানুয়ারি) সকালে লাস ভেগাসে পৌঁছায়। বিস্ফোরণের দুই ঘণ্টারও কম সময় আগে ট্রাকটি হোটেলের সামনে পার্ক করা হয়। ধোঁয়া ওঠার পরপরই এটি বিস্ফোরিত হয়।
সন্ধ্যার এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, হোয়াইট হাউস ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, "নিউ অরলিন্সের হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।" নতুন বছরের দিন সকালে নিউ অরলিন্সে এক হামলায় ১৫ জন নিহত হন।
বিকেলের এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশের শেরিফ কেভিন ম্যাকমাহিল বিস্ফোরণের নাটকীয় ভিডিও এবং পরবর্তী অবস্থার ছবি দেখান। সেখানে ট্রাকের পেছনে জ্বালানি ক্যানিস্টার এবং বড় আকারের আতশবাজি পাওয়া গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, "সাইবারট্রাক, ট্রাম্প হোটেল– অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর খুঁজতে হবে।"
বিস্ফোরণের ভিডিওতে দেখা যায়, ট্রাকটি হোটেলের প্রবেশপথের সামনে স্থির অবস্থায় ছিল। কয়েক সেকেন্ড পর এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় রঙিন আতশবাজি চারদিকে ছড়িয়ে পড়ে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, তদন্তকারীরা কালো তাপরোধক কাপড় ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। ট্রাকের পেছনের অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে জ্বালানি ক্যানিস্টার, গ্যাসের বোতল এবং এক ডজনেরও বেশি আতশবাজির অবশিষ্টাংশ পাওয়া গেছে।
বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে। এর কয়েক ঘণ্টা আগে নিউ অরলিন্সে একজন ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) পতাকা লাগানো একটি ট্রাক ভিড়ের মধ্যে চালিয়ে দেন। এতে ১৫ জন নিহত হন।
শেরিফ ম্যাকমাহিল জানান, লাস ভেগাসের ঘটনাটি নিউ অরলিন্সের ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এটি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কি না, তাও তদন্ত করা হচ্ছে।
এফবিআই-এর বিশেষ এজেন্ট জেরেমি শোয়ার্জ বলেন, "আমি জানি সবাই এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলতে চায়। আমরা সেটি নিশ্চিত করার জন্য কাজ করছি।"
তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরিত ট্রাকটি টুরো নামের একটি অ্যাপভিত্তিক গাড়ি ভাড়া সেবা থেকে নেওয়া হয়েছিল। টুরোর এক মুখপাত্র বলেন, "নিউ অরলিন্স ও লাস ভেগাসের সহিংস ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।"
পুলিশ জানিয়েছে, ট্রাকটি কে ভাড়া নিয়েছিল তা জানা গেছে। তবে চালক ওই ব্যক্তি ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
শেরিফ ম্যাকমাহিল বলেন, "লাস ভেগাস বুলেভার্ডে এমন বিস্ফোরণের পর আমরা আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।" তিনি আরও জানান, লাস ভেগাসে আর কোনো হুমকি নেই।
ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি সেবাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হোটেলের অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প হোটেলের আংশিক মালিক। তার ছেলে এরিক ট্রাম্প এক্স-এ লিখেছেন "ট্রাম্প লাস ভেগাসের সামনে একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগেছে বলে জানা গেছে। আমাদের অতিথি ও কর্মীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান অগ্রাধিকার। লাস ভেগাস ফায়ার ডিপার্টমেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।"
ঘটনাস্থলের কাছাকাছি ৫৩ তলা থেকে এটি প্রত্যক্ষ করেন স্টিফেন ফেরল্যান্ডো। তিনি ওয়াশিংটন পোস্ট-কে জানান, "স্পষ্টতই এটি একটি বিস্ফোরণ ছিল।"
ট্রাম্প হোটেল এর ওয়েবসাইট অনুযায়ী, এটি মোট ৬৪ তলা এবং হোটেলটিতে প্রায় ১,৩০০টি স্যুইট রয়েছে।